Explosive Recovered

বেঙ্গালুরুতে নাশকতার ছক? মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের আগে বাসস্ট্যান্ডে পরিত্যক্ত ব্যাগে উদ্ধার জিলেটিন স্টিক, ডিটোনেটর

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় কে আর মার্কেট এলাকার ওই বাসস্ট্যান্ডের শৌচালয়ে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন এক বাসকর্মী। সন্দেহ হওয়ায় তিনি ব্যাগটিকে তুলে নিয়ে থানায় যান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১১:২৯
(উপরে) উদ্ধার হওয়া জিলেটিন স্টিক। (নীচে) বিস্ফোরক উদ্ধারের পর নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। ছবি: সংগৃহীত।

(উপরে) উদ্ধার হওয়া জিলেটিন স্টিক। (নীচে) বিস্ফোরক উদ্ধারের পর নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। ছবি: সংগৃহীত।

তিন দিন পর কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের একটি অনুষ্ঠানে হাজির হওয়ার কথা বেঙ্গালুরুর কে আর মার্কেট এলাকায়। কিন্তু তার আগেই সেই অনুষ্ঠানস্থলের কাছেই একটি বেসরকারি বাসস্ট্যান্ড থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই বাসস্ট্যান্ডের কাছেই মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ছিল। তাই বিস্ফোরক উদ্ধারের পর থেকেই জল্পনা চলছে, তা হলে কি বড়সড় কোনও নাশকতার ছক কষা হয়েছিল? এই ঘটনার পর নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় কে আর মার্কেট এলাকার ওই বাসস্ট্যান্ডের শৌচালয়ে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন এক বাসকর্মী। সন্দেহ হওয়ায় তিনি ব্যাগটিকে তুলে নিয়ে থানায় যান। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। জানা গিয়েছে, ব্যাগের ভিতর থেকে ছ’টি জিলেটিন স্টিক এবং কয়েকটি ডিটোনেটর উদ্ধার হয়েছে। বিস্ফোরক উদ্ধার হওয়ার পরই বাসস্ট্যান্ড এবং আশপাশের এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। যদিও পুলিশের দাবি, তেমন সন্দেহজনক আর কিছু পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে খবর, বাসস্ট্যান্ডের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এক ব্যক্তি ব্যাগ নিয়ে শৌচালয়ে ঢুকলেন। কিছু ক্ষণ পর খালি হাতে বেরিয়ে এলেন। ফুটেজ দেখে ওই ব্যক্তিকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার (পশ্চিম) গিরিশ এস বলেন, ‘‘যে জিলেটিন স্টিকগুলি উদ্ধার হয়েছে, পাথরখাদানে ব্যবহার হয় এমন জিলেটিন স্টিকের সঙ্গে সেগুলির মিল রয়েছে। তবে কোনও উদ্দেশ্য নিয়েই এই বিস্ফোরকবোঝাই ব্যাগটি রেখে গিয়েছিলেন ওই ব্যক্তি। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’’

Advertisement
আরও পড়ুন