Fake IAS

ভুয়ো নেমপ্লেট, ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ লেখা গাড়ি! ঝাড়খণ্ডে গ্রেফতার ভুয়ো আইএএস! ধরা পড়তেই কী ব্যাখ্যা যুবকের

পুলিশের কাছে রাজেশ দাবি করেছেন, তিনি ইউপিএসসি পরীক্ষায় চার বার বসেছিলেন। কিন্তু প্রতি বারই পাশ করতে ব্যর্থ হন। ছেলে আইএএস হয়েছে, এটা তাঁর বাবার ইচ্ছা। কিন্তু পরীক্ষায় পাশ করতে না পারায় হতাশ হয়ে পড়েছিলেন রাজেশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১৬:৪৪
পুলিশের হাতে গ্রেফতার ভুয়ো আইএএস (মুখ ঢাকা)। ছবি: সংগৃহীত।

পুলিশের হাতে গ্রেফতার ভুয়ো আইএএস (মুখ ঢাকা)। ছবি: সংগৃহীত।

ভুয়ো নেমপ্লেট। গাড়ির সামনে লেখা ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হল রাজেশ কুমার নামে এক যুবককে। তিনি ওই রাজ্যের কুখির বাসিন্দা। হুসেইনাবাদ থানায় একটি জমি বিবাদের মামলায় গিয়েছিলেন রাজেশ। সেখানে গিয়ে নিজেকে ২০১৪ সালের ওড়িশা ক্যাডারের আইএএস বলে পরিচয় দেন। শুধু তা-ই নয়, বর্তমানে ভুবনেশ্বরে চিফ অ্যাকাউন্টস অফিসার (সিওএ) হিসাবে কর্মরত বলে দাবি করেন তিনি। কোন কোন জায়গায় তাঁর পোস্টিং ছিল থানাতে সে কথাও জানান রাজেশ।

Advertisement

হুসেইনাবাদ থানা সূত্রে খবর, রাজেশের দাবি নিয়ে একটা সন্দেহ তৈরি হয়। থানার এসএইচও বিভিন্ন সূত্র মারফত রাজেশের পরিচয় জানার চেষ্টা করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, রাজেশ কোনও সরকারি আধিকারিক নন। তিনি আইএএস-ও নন। তার পরই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, রাজেশকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই তাঁরা জানতে পারেন, ভুয়ো আইএএস পরিচয়ে সাত বছর ধরে নানা কাজে যোগ দিয়েছেন।

পুলিশের কাছে রাজেশ দাবি করেছেন, তিনি ইউপিএসসি পরীক্ষায় চার বার বসেছিলেন। কিন্তু প্রতি বারই পাশ করতে ব্যর্থ হন। ছেলে আইএএস হোক, এটা তাঁর বাবার ইচ্ছা। কিন্তু পরীক্ষায় পাশ করতে না পারায় হতাশ হয়ে পড়েছিলেন রাজেশ। শেষে বাবার ‘ইচ্ছাপূরণ’ করতে আইএএস হিসাবে নিজেকে পরিচয় দেওয়া শুরু করেন। ভুয়ো পরিচয়পত্র বানান। একটি গাড়ি ভাড়া করেন। সেই গাড়ির সামনে ভুয়ো নেমপ্লেট লাগিয়েছিলেন। তার পর যেখানে যেখানে গিয়েছেন নিজেকে আইএএস বলে পরিচয় দিয়ে বিপুল সুযোগ সুবিধা নিয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করতেই সত্যিটা প্রকাশ্যে আসে। কোথায় কোথায়, কী সুযোগ সুবিধা নিয়েছেন রাজেশ, তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন