Landslide in UP Sonbhadra

অপেক্ষার ৩২ ঘণ্টা! উত্তরপ্রদেশের পাথর খাদানে এখনও আটকে ১৫ শ্রমিক, মৃত বেড়ে তিন, চলছে উদ্ধারকাজ

শনিবার দুপুর ৩টে নাগাদ সোনভদ্র জেলার ওব্রা থানা এলাকার একটি পাহাড়ে অবস্থিত পাথরের খাদানে আচমকা ধস নামে। ভিতরেই আটকে পড়েন শ্রমিকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ২২:৪৭
সোনভদ্রের পাথর খাদানে উদ্ধারকাজ চলছে।

সোনভদ্রের পাথর খাদানে উদ্ধারকাজ চলছে। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের সোনভদ্রে পাথর খাদানে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল তিন। ওই ঘটনার পর ইতিমধ্যে ৩২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও ধসে আটকে রয়েছেন অন্তত ১৫ জন শ্রমিক। ধস সরিয়ে তাঁদের বার করে আনার চেষ্টা চলছে।

Advertisement

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ভিতরে আটকে থাকা শ্রমিকেরা কী অবস্থায় রয়েছেন তা-ও এখনও বোঝা যাচ্ছে না। পুরোদমে উদ্ধারকাজ চলছে। পার্শ্ববর্তী মির্জ়াপুর জেলা থেকে এসে পৌঁছেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ এবং এসডিআরএফ)-এর দল।

শনিবার দুপুর ৩টে নাগাদ সোনভদ্র জেলার ওব্রা থানা এলাকার একটি পাহাড়ে অবস্থিত পাথরের খাদানে আচমকা ধস নামে। ভিতরেই আটকে পড়েন শ্রমিকেরা। সে সময় ওই খাদানে ১৫ থেকে ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে বেশির ভাগই বাইরে বেরিয়ে আসতে পারেননি। পাহাড়ের উপর দিক থেকে বড় বড় চাঁই গড়িয়ে নেমে আসে খাদানের ভিতরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও উদ্ধারকারী দল। তবে এক দিন পেরিয়ে গেলেও এখনও শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি। সূত্রের খবর, খনিটি কয়েকশো ফুট গভীর হওয়ায় পাথরের চাঁইগুলি বার করতে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে।

রবিবার সকালে এক শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় উদ্ধার হয়েছে আরও দু’টি দেহ। ইতিমধ্যে ওই খাদানের কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। জেলা ম্যাজিস্ট্রেট বিএন সিংহ বলেছেন, ‘‘নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কী ভাবে এলাকায় অবৈধ ভাবে খনন চলছিল, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement
আরও পড়ুন