Fire Breaks Out in Kumbh

কুম্ভে আবার আগুন, পুড়ল একের পর এক তাঁবু, সাধু এবং পুণ্যার্থীদের মালপত্র ছাই

খবর পেয়ে দমকলের সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তাঁবুতে সেই সময় পুণ্যার্থীরা ছিলেন না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০০
মহাকুম্ভে আবার আগুন।

মহাকুম্ভে আবার আগুন। ছবি: এক্স।

আবার আগুন কুম্ভমেলায়। প্রয়াগরাজে মেলা প্রাঙ্গণে সেক্টর ১৮ এবং ১৯-এর মাঝের অংশে শনিবার বিকেলে আগুন লাগে। পুড়ে যায় বেশ কয়েকটি তাঁবু। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন পুণ্যার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। শেষে নিয়ন্ত্রণে আনে আগুন। কী ভাবে আগুন লেগেছিল, তা জানা যায়নি। এই ঘটনায় কেউ হতাহত হননি।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল নাগাদ মেলার ওই অংশে আগুন লাগে। তাতে পুড়ে যায় বেশ কয়েকটি তাঁবু। খবর পেয়ে দমকলের সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তাঁবুতে সেই সময় পুণ্যার্থীরা ছিলেন না। তবে তাঁদের জিনিসপত্র ছিল। সেগুলি পুড়ে গিয়েছে।

গত সপ্তাহে মেলার এই সেক্টর ১৮-তেই আগুন লেগেছিল। শঙ্করাচার্য মার্গের হরিহরণ শিবিরে প্রায় ২০টি তাঁবু পুড়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। ওই ঘটনায় কেউ হতাহত হননি। এর আগে গত ১৯ জানুয়ারি কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরে সিলিন্ডার ফেটে আগুন ধরেছিল। তাতে এক ডজনেরও বেশি তাঁবু পুড়ে যায়। এর পরে গত ২৫ জানুয়ারি ফের আগুন লাগে কুম্ভের ২ নম্বর সেক্টরে দাঁড়িয়ে থাকা দু’টি গাড়িতে। কোনও অগ্নিকাণ্ডেই কেউ হতাহত হয়নি। তবে বার বার আগুন লাগার কারণে প্রশ্নের মুখে প্রশাসন।

Advertisement
আরও পড়ুন