Murder

সিকিমে পানাহারের সময় বচসা! রায়গঞ্জের ঠিকাদারের মাথায় হাতুড়ি মেরে খুন, পুলিশের জালে চার শ্রমিক

পুলিশ সুপার শেরিং শেরপা জানিয়েছেন, শুক্রবার রাতে নিজেদের ভাড়া বাড়িতে বসে পানাহার করছিলেন অভিযুক্তেরা। সেখানে উপস্থিত ছিলেন রাজীবও। সূত্রের খবর, সে সময় বিবাদ শুরু হয় দু’পক্ষের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৬:৪৪

— প্রতীকী চিত্র।

সিকিমে রায়গঞ্জের এক ঠিকাদারকে হাতুড়ি দিয়ে মেরে খুনের অভিযোগ উঠল। এই ঘটনায় এক নাবালক-সহ চার জন নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ। শনিবার পুলিশ জানিয়েছে, মজুরি নিয়ে বিবাদের জেরেই ঠিকাদারকে খুন করেছেন অভিযু্ক্তেরা।

Advertisement

পুলিশ জানিয়েছে, নিহত ঠিকাদারের নাম রাজীব মণ্ডল। তাঁর বয়স ২৭ বছর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে তিনি সিকিমের গিয়ালসিং জেলায় ঠিকাদারের কাজ করতে গিয়েছিলেন। অভিযুক্ত চার জন তাঁর অধীনে ঘরামি, ছুতোরের কাজ করতেন।

পুলিশ সুপার শেরিং শেরপা জানিয়েছেন, শুক্রবার রাতে নিজেদের ভাড়া বাড়িতে বসে পানাহার করছিলেন অভিযুক্তেরা। সেখানে উপস্থিত ছিলেন রাজীবও। সূত্রের খবর, সে সময় বিবাদ শুরু হয় দু’পক্ষের। তার মাঝেই রাজীবের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন এক অভিযুক্ত। তার পরে সেখান থেকে পালিয়ে যান। পুলিশ তাঁকে ধরে ফেলে।

Advertisement
আরও পড়ুন