Golden Retriever Denver

কাজ সকলকে খুশি করা, ‘হৃদয়হরণ’ ডেনভারকে ‘শীর্ষপদে’ নিয়োগ করল হায়দরাবাদের বেসরকারি সংস্থা

সহ-প্রতিষ্ঠাতার কথায়, ডেনভারের উপস্থিতি অপ্রত্যাশিত ভাবেই অফিসে সকলের মনোবল বৃদ্ধি করতে সাহায্য করেছে। তিনি বলেন, ‘‘ডেনভারকে নিয়োগ করা নিঃসন্দেহে আমাদের নেওয়া সেরা সিদ্ধান্তগুলির মধ্যে একটি!’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৮:১৪
হায়দরাবাদের অফিসে ডেনভার।

হায়দরাবাদের অফিসে ডেনভার। ছবি: সংগৃহীত।

হায়দরাবাদের স্টার্ট আপে কর্মচারী হিসাবে যোগ দিল কুকুর! তা-ও যেমন তেমন কর্মচারী নয়, একেবারে অন্যতম ‘শীর্ষপদে’! খুদে ওই গোল্ডেন রিট্রিভারের নাম ডেনভার। হায়দরাবাদের সংস্থায় ‘চিফ হ্যাপিনেস অফিসার’ পদে যোগ দিয়েছে সে।

Advertisement

ডেনভারের সংস্থায় যোগ দেওয়ার খবরটি নিজেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা রাহুল আরেপাকা। তার পর থেকে কুকুরছানাটির কীর্তিকলাপ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মন ভাল করা খবর শুনে সেই পোস্টের নীচে নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটব্যবহারকারীরা। হায়দরাবাদের ওই সংস্থার নাম ‘হার্ভেস্টিং রোবোটিক্স’। কৃষকদের জন্য টেকসই লেসার প্রযুক্তি তৈরির কাজ করে ওই সংস্থা। সম্প্রতি সেখানেই কর্মী হিসাবে যোগ দিয়েছে ওই গোল্ডেন রিট্রিভার। পেয়েছে চিফ হ্যাপিনেস অফিসার (সিএইচও)-র পদ। পোস্টে রাহুল লিখেছেন, ‘‘আসুন, সকলকে আমাদের নতুন সহকর্মী ডেনভারের সঙ্গে আলাপ করিয়ে দিই। উনি আমাদের সংস্থার সিএইচও। উনি কোডিং করেন না, কোনও কিছুর পরোয়াও করেন না। উনি কেবল রোজ আসেন আর সকলের হৃদয় চুরি করে নেন!’’ তবে ডেনভার সংস্থার সেরা সুযোগ-সুবিধা উপভোগ করে বলেও জানিয়েছেন রাহুল!

সহ-প্রতিষ্ঠাতার কথায়, ডেনভারের উপস্থিতি অপ্রত্যাশিত ভাবেই অফিসে সকলের মনোবল বৃদ্ধি করতে সাহায্য করেছে। তিনি বলেন, ‘‘ডেনভারকে নিয়োগ করা নিঃসন্দেহে আমাদের নেওয়া সেরা সিদ্ধান্তগুলির মধ্যে একটি!’’ মজার ছলে ডেনভারের নামে কর্মসংস্থান সংক্রান্ত সমাজমাধ্যম ‘লিঙ্কড্ইন’-এ একটি প্রোফাইলও খোলা হয়েছে। কমেন্ট-বাক্সেও রাহুলের সঙ্গে মজা করতে দেখা গিয়েছে ‘ডেনভার’কে! তাতে ছদ্মনামের আড়ালে সহ-প্রতিষ্ঠাতাকে প্রশ্ন করা হয়েছে, ‘‘আমি কি এর পরিবর্তে সিইও হতে পারি?’’ কুকুরছানার সংস্থায় যোগ দেওয়ার এমন অভূতপূর্ব খবরে যারপরনাই আনন্দিত সমাজমাধ্যম ব্যবহারকারীরা। রাহুলের ওই পোস্টটি ইতিমধ্যেই শ’-দেড়েক বার শেয়ার করা হয়েছে। সকলেই অভিনন্দন জানিয়েছেন ডেনভারকে। কেউ আবার রসিকতা করে লিখেছেন, ‘‘সকলকে খুশি করার দায়িত্ব নেওয়ার পর সিএইচও-কে ক্লান্ত বলে মনে হচ্ছে!’’

Advertisement
আরও পড়ুন