Pakistan Spy

বার বার পাকিস্তান ভ্রমণ, মোবাইলে একাধিক পাক নম্বর! গুপ্তচর সন্দেহে আটক রাজস্থানের কংগ্রেস নেতার প্রাক্তন সহকারী

তদন্তকারীদের সূত্রে খবর, জৈসলমের জেলার বাসিন্দা সাকুর বর্তমানে রাজ্যের কর্মসংস্থান দফতরে কর্মরত। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি নানা রকম সন্দেহজনক কার্যকলাপের সঙ্গে জড়িত। পাক দূতাবাসের এক কর্তার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগ। যোগাযোগ ছিল পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গেও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৩:০০
ধৃত সাকুর খান।

ধৃত সাকুর খান। — ফাইল চিত্র।

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এ বার আটক করা হল রাজস্থানের সরকারি কর্মী তথা প্রবীণ কংগ্রেস নেতার প্রাক্তন সহকারীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সাকুর খান মাঙ্গালিয়া। জৈসলমেরের একটি সরকারি বিভাগের দফতর থেকে সাকুরকে আটক করেছেন গোয়েন্দারা।

Advertisement

তদন্তকারীদের সূত্রে খবর, জৈসলমের জেলার বাসিন্দা সাকুর বর্তমানে রাজ্যের কর্মসংস্থান দফতরে কর্মরত। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি নানা রকম সন্দেহজনক কার্যকলাপের সঙ্গে জড়িত। পাকিস্তানি দূতাবাসের এক জন কর্তার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগ। যোগাযোগ ছিল পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গেও। গোপন সূত্রে সাকুরের বিরুদ্ধে এ হেন তথ্য পাওয়ার পর থেকেই তাঁর উপর কড়া নজর রাখছিল গোয়েন্দা সংস্থাগুলি। শেষমেশ বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার সুধীর চৌধুরী বলেন, ‘‘নানা রকম সন্দেহজনক কার্যকলাপে তাঁর জড়িত থাকার বিষয়ে সদর দফতর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা তাঁকে আটক করেছি। সাকুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’ সূত্রের খবর, গোয়েন্দা দল সাকুরের মোবাইলে একাধিক পাকিস্তানি নম্বর পেয়েছে। জিজ্ঞাসাবাদের সময় অতীতে বেশ কয়েক বার পাকিস্তান ভ্রমণের কথাও স্বীকার করেছেন সাকুর। তবে এখনও পর্যন্ত তাঁর মোবাইলে কোনও সামরিক কিংবা নিরাপত্তা বিষয়ক সংবেদনশীল তথ্য বা ভিডিয়ো পাওয়া যায়নি। তবে তদন্তকারীদের দাবি, ওই মোবাইলের অনেক ছবি ও ভিডিয়ো মুছে ফেলা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁর ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। সাকুরের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় আর্থিক রেকর্ডও পরীক্ষা করছে গোয়েন্দা সংস্থাগুলি।

উল্লেখ্য, সাকুর এর আগে কংগ্রেস সরকারের প্রাক্তন মন্ত্রী শালে মোহাম্মদের ব্যক্তিগত সহকারী হিসাবে কাজ করতেন। শালে এবং সাকুর একই গ্রামের বাসিন্দা। গত বেশ কিছু দিন ধরেই তাঁর গতিবিধির উপর নজর রাখছিল গোয়েন্দা সংস্থাগুলি। শেষমেশ তাঁকে আটক করা হয়।

Advertisement
আরও পড়ুন