India Pakistan Conflict

ক্যামেরা ভাঙা, সাত ফুটের ড্রোন উদ্ধার রাজস্থানের গ্রামে! পাক সীমান্ত পেরিয়ে এল? সতর্কতা

রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় একটি গ্রামের মাঠে পড়েছিল ড্রোন। সেটির ক্যামেরার অংশ ছিল ভাঙা এবং বিচ্ছিন্ন। ড্রোন দেখে স্থানীয়েরা আতঙ্কিত হয়ে পড়েন। এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৫:৪৫
High alert in Rajasthan border after drone spotted

রাজস্থানের সীমান্তবর্তী এলাকা থেকে ড্রোন উদ্ধার করা হয়েছে। —ফাইল চিত্র।

রাজস্থানের সীমান্তবর্তী গ্রাম থেকে উদ্ধার করা হল একটি ড্রোন। গ্রামের মাঠের উপর সেটি পড়ে ছিল। বৃহস্পতিবার সকালে স্থানীয়েরা সেটি দেখতে পান। গ্রামটি সীমান্ত লাগোয়া হওয়ায় ড্রোন নিয়ে উত্তেজনা ছড়ায়। কোথা থেকে ওই ড্রোন এল, পাকিস্তান থেকে তা পাঠানো হয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। সকাল থেকে গ্রামে সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার অনুপগড় এলাকার ঘটনা। বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে গ্রামবাসীরা মাঠের উপর ড্রোনটি পড়ে থাকতে দেখেন। সেটি পাঁচ থেকে সাত ফুট লম্বা ছিল। ক্যামেরার অংশটি ছিল ভাঙা এবং মূল অংশ থেকে বিচ্ছিন্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন অনুপগড়ের স্টেশন হাউস অফিসার (এসএইচও)। তিনি বিএসএফকে খবর দেন। ঘটনাস্থলে আসে বোমা নিষ্ক্রিয়কারী দল। এসএইচও বলেন, ‘‘আমরা ড্রোনটি বাজেয়াপ্ত করেছি। গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়েছিল।’’

ড্রোনটি কোন জায়গায় তৈরি, কোথা থেকে এসেছে, জানার জন্য তার ফরেন্সিক ও অন্যান্য পরীক্ষা করা হবে। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন আধিকারিকেরা। এসএইচও বলেছেন, ‘‘ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পরিস্থিতিতে নিরাপত্তারক্ষীরা সীমান্ত এলাকায় সতর্ক রয়েছে। সেই সীমান্তের কাছেই এমন একটি ড্রোন উদ্বেগের বিষয়।’’ বিএসএফ এবং স্থানীয় পুলিশ আধিকারিকেরা এলাকায় টহল দিচ্ছেন। স্থানীয়দের অযথা ভয় না-পেতে বলছেন কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন