Pahalgam Terrorist Attack

ঘটনার পর দিন থেকে পড়ে রয়েছেন তিন শীর্ষ আধিকারিক, পহেলগাঁও কাণ্ডের রহস্য উন্মোচনে কোন ছকে এগোচ্ছে এনআইএ?

গত ২২ এপ্রিল বৈসরনে জঙ্গি হামলার পর দিনই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এনআইএ-র তদন্তকারীরা। শনিবার আনুষ্ঠানিক ভাবে এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় জাতীয় তদন্তকারী সংস্থার হাতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১২:৫৫
পহেলগাঁও কাণ্ডের তদন্ত শুরু এনআইএ-র। ছবি: সংগৃহীত।

পহেলগাঁও কাণ্ডের তদন্ত শুরু এনআইএ-র। ছবি: সংগৃহীত।

পহেলগাঁও কাণ্ডের তদন্তভার পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কখন, কী ভাবে হামলা চালায় জঙ্গিরা? জানতে ঘটনার দিন প্রতি মুহূর্তের টুকরো টুকরো তথ্য সংগ্রহের উপর জোর দিয়েছেন তদন্তকারীরা। গত ২২ এপ্রিল বৈসরনে জঙ্গি হামলার পর দিনই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এনআইএ-র তদন্তকারীরা। শনিবার আনুষ্ঠানিক ভাবে এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় জাতীয় তদন্তকারী সংস্থার হাতে।

Advertisement

সন্ত্রাসদমন শাখার আইজি, ডিজি এবং এসপি পদমর্যাদার আধিকারিকদের নিয়ে গঠিত এনআইএ-র ওই দলটি বৈসরন থেকে টুকরো টুকরো তথ্য সংগ্রহ করছে। কোথা দিয়ে জঙ্গিরা এসেছিল, প্রথম হামলা কখন হল, পর্যটকদের সঙ্গে কী কী করা হয়েছিল, প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য জোগাড় করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। আর সেই তথ্য জোগাড়ে হামলার প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছেন তাঁরা।

এই হামলায় নিহতদের পরিজনদের সঙ্গেও দেখা করে তাঁদের বয়ান নেওয়া হবে বলেও সূত্রের খবর। ঘটনাচক্রে, শনিবার দুপুরে এনআইএ-র তিন আধিকারিক পশ্চিমবঙ্গে আসেন। পহেলগাঁও কাণ্ডে হত বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহর বাড়িতে যান তাঁরা। প্রায় চার ঘণ্টা তাঁর বাড়িতে ছিলেন আধিকারিকারেরা। কথা বলেন নিহত সমীরের স্ত্রী এবং কন্যার সঙ্গে! ঘটনার সময় থাকা বাকি পর্যটক এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এই ঘটনায় নিরাপত্তা এবং গোয়েন্দাদের ব্যর্থতার অভিযোগ উঠেছে। পারতপক্ষে সেটি স্বীকার করেও নিয়েছে কেন্দ্র। কিন্তু তার বাইরে আর কোন কোন বিষয় এই হামলাকে সফল করতে সাহায্য করেছে, সেই সূত্র খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জঙ্গিরা হামলা চালায় পহেলগাঁওয়ের বৈসরনে। সেই হামলায় নিহত হয়েছেন ২৫ ভারতীয় এবং নেপালের এক জন নাগরিক।

Advertisement
আরও পড়ুন