দিল্লি বিমানবন্দরে ইন্ডিগোর উড়ান বাতিলের পর অপেক্ষায় যাত্রীরা। ছবি: রয়টার্স।
দেশ জুড়ে গত চার দিন ধরে বিধ্বস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। শয়ে শয়ে উড়ান বাতিল হচ্ছে। বিমানবন্দরে আটকে পড়েছেন হাজারো মানুষ। কর্তৃপক্ষ বার বার ক্ষমা চাইলেও ভোগান্তি কমছে না। শনিবারও ইন্ডিগোর ১০০০টি উড়ান বাতিল হয়েছে বলে খবর। পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগবে। এই পরিস্থিতিতে বাতিল বিমানের টিকিটের টাকা কী ভাবে ফেরত পাওয়া যাবে, তা নিয়ে অনেকেই চিন্তায়।
ইন্ডিগো জানিয়েছে, শুধু বাতিলই নয়, যে বিমানগুলির সময়সূচি পরিবর্তন করা হয়েছে, তার জন্যেও পুরো অর্থ ফেরত দেওয়া হবে যাত্রীদের। সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলে দ্রুত টাকা ফেরত নেওয়া যাবে।
বিমান পরিষেবা এবং যাত্রীসংখ্যার নিরিখে ইন্ডিগো দেশের বৃহত্তম বিমানসংস্থা। সেই সংস্থার পরিষেবা বিঘ্নিত হওয়ায় বিপাকে পড়েছিলেন লক্ষ লক্ষ যাত্রী। শুক্রবার সারা দিনে ১০০০-এরও বেশি, বৃহস্পতিবার মোট ৫৫০টি উড়ান বাতিল করেছিল ইন্ডিগো। শনিবারও বাতিল করতে হয়েছে শতাধিক বিমান। যাত্রীদের অভিযোগ, যথাযথ খাবার এবং আশ্রয় ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করছেন তাঁরা। কিন্তু ঠিক কোন সময়ে নির্দিষ্ট গন্তব্যের উড়ান ছাড়বে, তা স্পষ্ট নয়। দুর্ভোগের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কী কারণে এই বিভ্রাট, তা অনুসন্ধান করতে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।