Huge Money Recovered

ওড়িশায় রাজস্ব আধিকারিকের বাড়িতে হানা ভিজিল্যান্সের! নগদ ৭৫ লক্ষ টাকা উদ্ধার, হদিস মিলল বেশ কয়েকটি ফ্ল্যাট, বাড়ির

জানা গিয়েছে, ১৯৯৫ সালে কটকে প্রাণীসম্পদ দফতরে সিনিয়র ল্যবরেটরি অ্যাসিসট্যান্ট হিসাবে যোগ দিয়েছিলেন জিতেন্দ্র। পরে রাজস্ব দফতরে যোগ দেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৭:১০
(বাঁ দিকে) অভিযুক্ত রাজস্ব আধিকারিক জিতেন্দ্র কুমার পন্ডা। (ডান দিকে) তাঁর বিলাসবহুল বাড়িগুলির একটি। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) অভিযুক্ত রাজস্ব আধিকারিক জিতেন্দ্র কুমার পন্ডা। (ডান দিকে) তাঁর বিলাসবহুল বাড়িগুলির একটি। ছবি: সংগৃহীত।

ওড়িশার কটকে রাজস্ব আধিকারিকের বাড়িতে ভিজিল্যান্স দফতরের হানায় লক্ষ লক্ষ টাকা উদ্ধার হল। আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগে মঙ্গলবার রাজস্ব দফতরের ওই আধিকারিকের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযানে যান ভিজিল্যান্স দফতরের আধিকারিকেরা। সেই অভিযানে কটকের ওই আধিকারিকের বেশ কয়েকটি ঠিকানা থেকে নগদ ৭৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আধিকারিকের নাম জিতেন্দ্র কুমার পন্ডা। কটকের বারাঙ্গায় কর্মরত জিতেন্দ্র। তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ দেখে স্তম্ভিত তদন্তকারীরাও। ভিজিল্যান্স সূত্রের খবর, ভুবনেশ্বরে জিতেন্দ্রের বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ির হদিস মিলেছে। তার মধ্যে একটি তিনতলা বাড়ি রয়েছে গোপালুনি নগরে। একটি রয়েছে বড়াগড় কলোনিতে। একটি দোতলা বাড়ি রয়েছে খুর্দা জেলার সানাপাল্লা এলাকায়।

সূত্রের খবর, ভবুনেশ্বরে কয়েকটি ফ্ল্যাট এবং বিপুল পরিমাণ জমি রয়েছে জিতেন্দ্রের। সেই জমির পরিমাণ কত, আর কোথায় কোথায় বেনামে সম্পত্তি রয়েছে তাঁর, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, নগদ ৭৫ লক্ষ টাকা ছাড়াও ১০০ গ্রাম সোনা, বিলাসবহুল গাড়ি উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, ১৯৯৫ সালে কটকে প্রাণীসম্পদ দফতরে সিনিয়র ল্যবরেটরি অ্যাসিসট্যান্ট হিসাবে যোগ দিয়েছিলেন জিতেন্দ্র। পরে রাজস্ব দফতরে যোগ দেন।

Advertisement
আরও পড়ুন