Avalanche in Kishtwar

সোনমার্গের পর কিশ্তওয়ার, তুষারধস নেমে এল লোকালয়ে! আতঙ্ক জম্মু-কাশ্মীরের বারবান উপত্যকায়

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে সোনমার্গে পর্যটকদের রিসর্টের উপরে তুষারধস নেমে আসে। সেই প্রাকৃতিক দুর্যোগের দৃশ্য ক্যামেরাবন্দিও হয়। ধসে বেশ কয়েকটি রিসর্ট চাপা পড়ে গিয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৩:৪৭
জম্মু-কাশ্মীরে তুষারধস। ছবি: সংগৃহীত।

জম্মু-কাশ্মীরে তুষারধস। ছবি: সংগৃহীত।

সোনমার্গের পর এ বার কিশ্তওয়ার। জম্মু-কাশ্মীরে লাগাতার তুষারপাতের জেরে ধস নামল বারবান উপত্যকায়। তুষারধসে আতঙ্ক ছড়াল স্থানীদের মধ্যে।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই পাহাড়ের উঁচু এলাকায় তুষারপাত হচ্ছে। বৃহস্পতিবার সকালে আচমকাই তুষারধস নেমে আসে লোকালয়ে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি, তবে ঘন ঘন তুষারধসের ঘটনায় আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। জেলা প্রশাসন থেকে বার বার সতর্ক করা হচ্ছে, ধসপ্রবণ এলাকাগুলি যেন এড়িয়ে চলা হয়। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে তুষারপাতের পরিমাণ বাড়বে। বিশেষ করে পাহাড়ের উঁচু এলাকাগুলিতে। সঙ্গে তুষারধসেরও সতর্কতা জারি করা হয়েছিল।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে সোনমার্গে পর্যটকদের রিসর্টের উপরে তুষারধস নেমে আসে। সেই প্রাকৃতিক দুর্যোগের দৃশ্য ক্যামেরাবন্দিও হয়। ধসে বেশ কয়েকটি রিসর্ট চাপা পড়লেও কারও প্রাণহানি হয়নি। সম্পত্তিরও খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। গত কয়েক দিন ধরেই টানা তুষারপাত হচ্ছে জম্মু ও কাশ্মীরে। মঙ্গলবারও উপত্যকায় নতুন করে তুষারপাত হয়। বরফ জমে যাওয়ায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রীনগর বিমানবন্দরে বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়। এর ফলে কাশ্মীরে থাকা পর্যটকেরা ভোগান্তির শিকার হন। আবহাওয়া দফতর জানিয়েছে, কাশ্মীরের গান্দরবল, অনন্তনাগ, বন্দিপোরা, বারামুল্লা, কুলগাম, কুপওয়ারা জেলায় এবং জম্মুর ডোডা, কিশ্তওয়াড়, পুঞ্চ, রাজৌরি এবং রামবন জেলায় তুষারধসের সম্ভাবনা রয়েছে।

Advertisement
আরও পড়ুন