Hyderabad University Food Row

হস্টেলের খাবারে ভাসছে ব্লেড, কিলবিল করছে পোকা! পড়ুয়াদের বিক্ষোভ হায়দরাবাদের বিশ্ববিদ্যালয়ে

মঙ্গলবার রাতে খেতে গিয়েছিলেন হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের গোদাবরী হস্টেলের পড়ুয়ারা। তখনই এক জন দেখতে পান, তাঁর খাবারে রয়েছে ব্লেড! সঙ্গে সঙ্গে সহপাঠীদের বিষয়টি জানান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৫:০৭
হস্টেলের খাবারে ভাসছে ব্লেড।

হস্টেলের খাবারে ভাসছে ব্লেড। ছবি: সংগৃহীত।

হস্টেলের খাবারে ভাসছে আস্ত ব্লেড! এমনই অভিযোগ হায়দরাবাদের এক বিশ্ববিদ্যালয়ে। খবর প্রকাশ্যে আসতেই বিক্ষোভ দেখাতে শুরু করলেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে চলে প্রতিবাদ।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে খেতে গিয়েছিলেন হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের গোদাবরী হস্টেলের পড়ুয়ারা। তখনই এক জন দেখতে পান, তাঁর খাবারে রয়েছে ব্লেড! সঙ্গে সঙ্গে সহপাঠীদের বিষয়টি জানান তিনি। বাকি পড়ুয়াদের অনেকে অভিযোগ তুলতে শুরু করেন, তাঁরা খাবারে পোকাও পেয়েছেন। এর পরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন আবাসিক পড়ুয়াদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে তাঁদের সমস্যা সমাধানের দাবি জানাতে শুরু করেন শিক্ষার্থীরা। প়়ড়ুয়ারা জানাচ্ছেন, নিম্নমানের খাবারের বিষয়ে একাধিক বার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা হয়েছিল। কিন্তু বার বার অভিযোগ করার পরেও কোনও ব্যবস্থা নেননি কর্তৃপক্ষ। তাই মঙ্গলবার রাতের ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়ারা।

গোটা ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন বিক্ষোভকারী পড়ুয়ারা। এক পড়ুয়ার কথায়, ‘‘আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ’’! উপাচার্যের সঙ্গে দেখা করে এ বিষয়ে ফের এক দফা অভিযোগ জানিয়েছেন তাঁরা। আর এক বিক্ষোভকারী ছাত্রের অভিযোগ, এর আগে এক বার খাবারে কাচের টুকরো পেয়েছিলেন তিনি। তাঁর দাবি, যখনই তাঁরা বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে যেতেন, ক্যান্টিনের কর্মীরা তাঁদের কাছে ক্ষমা চেয়ে বলতেন, ভবিষ্যতে আর কখনও এমন ঘটবে না। কিন্তু বার বারই সেই প্রতিশ্রুতি ভেঙেছেন তাঁরা। পড়ুয়াদের দাবি, কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, পড়ুয়াদের খাবারের গুণমান বজায় রাখারও দাবি জানানো হয়েছে। দাবিপূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন