Free Trade Deal

প্রশান্ত মহাসাগরের দেশের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি চূড়ান্ত করে ফেলল ভারত, দুই দেশের মধ্যে কে কোন সুবিধা পাবে

রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য ভারতের অধিকাংশ পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে আমেরিকা। ফলে সে দেশে ভারতের রফতানি উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে। এই পরিস্থিতিতে বিকল্প বাজার খুঁজতে চাইছে নয়াদিল্লি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৫
প্রশান্ত মহাসাগরের দেশের সঙ্গে ভারত মুক্ত বাণিজ্যচুক্তি চূড়ান্ত করে ফেলল।

প্রশান্ত মহাসাগরের দেশের সঙ্গে ভারত মুক্ত বাণিজ্যচুক্তি চূড়ান্ত করে ফেলল। —প্রতীকী চিত্র।

প্রশান্ত মহাসাগরের দেশ নিউ জ়িল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ) চূড়ান্ত করে ফেলল ভারত। আগামী বছরেই শুরুর দিকেই আনুষ্ঠানিক ভাবে এই চুক্তিতে স্বাক্ষর করতে পারেন দুই দেশের প্রতিনিধিরা। চলতি বছরের মার্চ মাস থেকে এই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। সোমবার যৌথ ঘোষণায় চুক্তি সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়ার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউ জ়িল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই চুক্তিকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বলে অভিহিত করেছেন মোদী।

Advertisement
(বাঁ দিকে) নিউ জ়িল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)।

(বাঁ দিকে) নিউ জ়িল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। —ফাইল চিত্র।

চুক্তি অনুযায়ী, নিউ জ়িল্যান্ড থেকে যে সমস্ত পণ্য ভারতে আমদানি হয়, তার ৯৫ শতাংশের ক্ষেত্রেই হয় শুল্ক হ্রাস, নয় পুরোপুরি শুল্কমুক্ত করবে নয়াদিল্লি। চুক্তি কার্যকর হওয়ার দিন থেকেই নিউ জ়িল্যান্ডের রফতানি করা ৫০ শতাংশ পণ্যের উপর এই ছাড় প্রযোজ্য হবে। অন্য দিকে, ভারত থেকে নিউ জ়িল্যান্ডে রফতানি হওয়া কোনও পণ্যের ক্ষেত্রেই আর শুল্ক লাগবে না। ফলে ওই দেশের বাজারে ভারতীয় পণ্যের দাম ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে। তা ছাড়াও আগামী ১৫ বছরে ভারতে ২০০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা) বিনিয়োগেও সম্মত হয়েছে নিউ জ়িল্যান্ড।

২০২৪ সালে ভারত এবং নিউ জ়িল্যান্ডের মধ্যে হওয়া বাণিজ্যের মোট অর্থমূল্য ১৮১ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা)। আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করতে চায় দুই দেশ। ভারত নিউ জ়িল্যান্ডে মূলত ওষুধ রফতানি করে থাকে। আর নিউ জ়িল্যান্ড থেকে এ দেশে রফতানি হয় বনজ সম্পদ।

২০২২ সালে নিই জ়িল্যান্ডের সাধারণ নির্বাচনে সে দেশের শাসকদল ন্যাশনাল পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা ক্ষমতায় এলে ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি চূড়ান্ত করবে। চুক্তি নিয়ে আলোচনার জন্য গত মার্চ মাসে ভারতে এসেছিলেন নিউ জ়িল্যান্ডের প্রধানমন্ত্রী। তার পর গত ন’মাস ধরে দুই দেশের প্রতিনিধিরা এই বিষয়ে কথা এগিয়ে নিয়ে যান। সোমবার নয়াদিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানান, এই চুক্তির ফলে দেশের কৃষি, পর্যটন, গবেষণা, শিক্ষার মতো ক্ষেত্র উপকৃত হবে। তবে ডেয়ারি শিল্পকে এই মুক্ত বাণিজ্যচুক্তির বাইরে রেখেছে মোদী সরকার।

প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য ভারতের অধিকাংশ পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে আমেরিকা। ফলে সে দেশে ভারতের রফতানি উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে। এই পরিস্থিতিতে বিকল্প বাজার খুঁজতে চাইছে নয়াদিল্লি। বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে কথা চালিয়ে যাচ্ছে ভারত।

Advertisement
আরও পড়ুন