Cyclone Ditwah

ঘূর্ণিঝড়ের দাপটে বিপর্যস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াল ভারত, পাঠানো হল মানবিক সহায়তা, শোকপ্রকাশ মোদীর

ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্কের কথা তুলে ধরেছেন মোদী। এক্স পোস্টে তিনি বলেন, ‘‘ঘূর্ণিঝড়ের কারণে অনেক পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে। তাদের প্রতি আমার সমবেদনা রইল।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৮:০৫
India sends aid to cyclone-hit Sri Lanka, Narendra Modi expressed condolences

শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ঘূর্ণিঝড় দিটওয়ার দাপটে শ্রীলঙ্কার বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। টানা ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড অনেক অঞ্চল। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ঘরছাড়া অনেকে। সেই বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াল ভারত। ত্রাণ এবং মানবিক সহায়তা পাঠানো হল প্রতিবেশী দেশে। একই সঙ্গে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্কের কথা তুলে ধরেছেন মোদী। এক্স পোস্টে তিনি বলেন, ‘‘ঘূর্ণিঝড়ের কারণে অনেক পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে। তাদের প্রতি আমার সমবেদনা রইল। ক্ষতিগ্রস্ত সকল পরিবারের নিরাপত্তা এবং দ্রুত আরোগ্য কমনা করছি।’’ তার পরেই শ্রীলঙ্কায় সাহায্য পাঠানোর কথা জানান মোদী। একই সঙ্গে এ-ও জানান, পরিস্থিতি পরিবর্তন হলে ভারত আরও সহায়তা পাঠাবে। মোদীর কথায়, ‘‘শ্রীলঙ্কার প্রয়োজনের সময় তাদের পাশে দৃঢ় ভাবে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত।’’ শুধু তা-ই নয়, বিপর্যস্ত শ্রীলঙ্কায় উদ্ধারকাজে সহায়তার জন্যে ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তকে মোতায়েন করা হয়েছে।

শুক্রবার সকালে দ্বীপরাষ্ট্রের উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের জেরে দেশের বেশ কিছু জায়গায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। যার জেরে ধস এবং হড়পা বানের সৃষ্টি হয়েছে। আর সে ধস এবং হড়পা বানে বহু ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সরকারি ভাবে নিখোঁজের সংখ্যা ২৩ বলা হলেও, অসমর্থিত সূত্রের খবর, সংখ্যাটা অনেক বেশি। তাদের দাবি, অন্তত এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের পূর্ব এবং মধ্যাঞ্চল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ রাখা হয়েছে। গত এক সপ্তাহ ধরেই শ্রীলঙ্কায় ভারী বর্ষণ চলছে। এই পরিস্থিতিকে আরও ভয়ানক করে তুলেছে ঘূর্ণিঝড় দিটওয়া।

Advertisement
আরও পড়ুন