Ruusian Oil

অতিরিক্ত শুল্ক আরোপের জেরে রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করে দিয়েছে ভারত, দাবি মার্কিন অর্থসচিবের

আমেরিকার সেনেটর লিন্ডসে গ্রাহামের প্রস্তাব ছিল, যে সমস্ত দেশ বা কোনও দেশের কোম্পানি যদি ভ্লাদিমির পুতিনের দেশ থেকে তেল কিনে তা বিক্রি করে ওই সমস্ত দেশের উপরে ৫০০ শতাংশ কর আরোপ করা হোক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০৩:০৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতের পণ্যের উপরে প্রথমে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল আমেরিকা। পরে রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর হুঁশিয়ারি ছিল ৫০০ শতাংশ শুল্ক চাপানোর। বুধবার মার্কিন অর্থসচিব স্কট বেসেন্টের দাবি, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত।

Advertisement

প্রসঙ্গত, আমেরিকার সেনেটর লিন্ডসে গ্রাহামের প্রস্তাব ছিল, যে সমস্ত দেশ বা কোনও দেশের কোম্পানি যদি ভ্লাদিমির পুতিনের দেশ থেকে তেল কিনে তা বিক্রি করে ওই সমস্ত দেশের উপরে ৫০০ শতাংশ কর আরোপ করা হোক। আমেরিকার সেনেটের বিদেশ বিষয়ক কমিটিতে এই প্রস্তাবকে বিপুল ভাবে সমর্থন জানানো হয়েছিল।

আগেই ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর লক্ষ্যেই পুতিনের দেশ থেকে তেল আমদানি করে এমন দেশগুলির উপরে শুল্ক আরোপ করা হচ্ছে। বুধবার ইউরোপের দেশগুলির সমালোচনা করে মার্কিন অর্থসচিব জানান, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে কয়েক বছর কেটে গেলেও বিভিন্ন দেশ রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। সেই টাকা থেকেই মস্কো যুদ্ধের রসদ পাচ্ছে। তাঁর দাবি, নিজেদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে জেনেও ইউরোপের দেশগুলি পুতিনের দেশ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে।

ভারত প্রসঙ্গে আমেরিকার দাবির প্রেক্ষিতে এখনও ভারতের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Advertisement
আরও পড়ুন