India-Pakistan Conflict

শনিবার বিকেল ৫টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে: ভারতীয় বিদেশসচিব

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিল ভারত। সন্ধ্যা ৬টায় সাংবাদিক বৈঠকে এসে নয়াদিল্লির সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ০০:৪০
বিদেশসচিব বিক্রম মিস্রী।

বিদেশসচিব বিক্রম মিস্রী। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৮:৩৩ key status

সোমবার ফের ভারত-পাক কথা

বিদেশসচিব মিস্রী জানান, আগামী ১২ মে (সোমবার) ভারত এবং পাকিস্তান, দুই দেশের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও) ফের নিজেদের মধ্যে কথা বলবেন।

timer শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৮:৩০ key status

পাক সেনাকর্তার ফোন ভারতের সেনাকর্তাকে

বিদেশসচিব মিস্রী জানান, শনিবার দুপুর ৩টে ৩৫ মিনিটে ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও)-কে ফোন করেন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও)। তার পর দু’পক্ষই গোলাগুলি এবং সামরিক অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন তিনি। মিস্রী বলেন, “পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি (ডিজিএমও) পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন (ডিজিএমও)-কে আজ বিকেল ৩টে ৩৫-এ ফোন করেছিলেন। দুই পক্ষ জল, স্থল এবং আকাশপথে সমস্ত ধরনের গোলাগুলি এবং সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়েছে। বিকেল ৫টা থেকে এটি কার্যকর হবে।”

Advertisement
timer শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৮:২৩ key status

কী বললেন জয়শঙ্কর

জয়শঙ্কর সমাজমাধ্যমে লেখেন, “আজ ভারত এবং পাকিস্তান সামরিক অভিযান এবং গোলাগুলি বন্ধ করার বিষয়ে একটি বোঝাপড়ায় এসেছে।” একই সঙ্গে তিনি লেখেন, “ভারত ধারাবাহিক ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপসহীন অবস্থান নিয়ে এসেছে। এটি বজায় থাকবে।”

timer শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৮:১৮ key status

কিছু ক্ষণ আগেই যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

ভারতীয় বিদেশসচিবের সাংবাদিক বৈঠকের কিছু ক্অষণ আগেই নিজের ট্রুথ সমাজমাধ্যমে একটি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি লেখেন,  ‘‘আমেরিকার মধ্যস্থতায় রাতভর (আমেরিকার হিসাবে) আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’’ এর পরেই ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকে স্বাগত জানিয়ে ট্রাম্পের মন্তব্য, ‘‘বাস্তবজ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন। এই বিষয়ে (যুদ্ধবিরতি) মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!’’ পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দারও যুদ্ধবিরতি নিয়ে নয়াদিল্লি-ইসলামাবাদ ঐকমত্যের কথা জানান।

Advertisement
timer শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৮:০৯ key status

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত ভারতের

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিল ভারত। পূর্ব ঘোষণা মোতাবেক শনিবার সন্ধ্যা ৬টায় সাংবাদিক বৈঠকে আসেন বিদেশ সচিব বিক্রম মিস্রী। তিনি বলেন, “আজ বিকেল  ৫টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।” মাত্র ১ মিনিটের জন্য স্থায়ী হয় সাংবাদিক বৈঠকটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন