Operation Sindoor

আমেরিকা রানাকে ভারতের হাতে তুলে দিয়েছে, পাকিস্তান হাফিজ়কে দেবে না কেন? প্রশ্ন ইজ়রায়েলের ভারতীয় রাষ্ট্রদূতের

আমেরিকা তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিলে লশকর-এ-ত্যায়বার প্রধান হাফিজ় সইদকে পাকিস্তান কেন নয়াদিল্লির হাতে তুলে দেবে না? সোমবার এই প্রশ্ন তুললেন ইজ়রায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১১:০১
(বাঁ দিকে) তাহাউর রানা এবং হাফিজ় সইদ (ডান দিকে)।

(বাঁ দিকে) তাহাউর রানা এবং হাফিজ় সইদ (ডান দিকে)। —ফাইল চিত্র।

আমেরিকা তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিলে লশকর-এ-ত্যায়বার প্রধান হাফিজ় সইদকে পাকিস্তান কেন নয়াদিল্লির হাতে তুলে দেবে না? সোমবার এই প্রশ্ন তুললেন ইজ়রায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জেপি সিংহ। একই সঙ্গে সন্ত্রাসবাদকে গোটা ‘বিশ্বের শত্রু’ হিসাবে আখ্যা দিয়ে ভুক্তভোগী দেশগুলিকে একজোট হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

Advertisement

সোমবার ভারতের ওই কূটনীতিক বলেন, “ভারত, ইজ়রায়েল এবং আরও অনেক দেশ সন্ত্রাসবাদের শিকার। আমাদের কূটনৈতিক পরিধি আরও বিস্তৃত করা এবং‌ একে অপরকে সাহায্য করা প্রয়োজন।” ‘সন্ত্রাসবাদের সমর্থকদের’ বিরুদ্ধে জোট বাঁধার ডাকও দেন তিনি। ‘সন্ত্রাসবাদের সমর্থক’ বলতে তিনি প্রকারান্তরে পাকিস্তানকে নিশানা করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।

হাফিজ়দের প্রত্যর্পণ প্রসঙ্গে জেপি বলেন, “তাদের (পাকিস্তান) একটা সামান্য কাজ করতে হবে। যদি আমেরিকা অপরাধীদের (ভারতের হাতে) তুলে দিতে পারে, তবে পাকিস্তান পারবে না কেন? তারা হাফিজ় সইদ, সাজিদ মির, জ়াকিউর রহমান লকভিকে ফিরিয়ে দিক। তা হলে সব মিটে যাবে।”

Advertisement
আরও পড়ুন