Terror Suspects Arrested

জম্মু-কাশ্মীরের বদগাঁওয়ে অস্ত্র, বিস্ফোরক-সহ দুই সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার, নাশকতার ছক ছিল? তদন্তে পুলিশ

ধৃতদের পরিচয় সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। পহেলগাঁও কাণ্ডের সঙ্গে ধৃতদের কোনও যোগসূত্র ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১১:১৮
জম্মু-কাশ্মীরে সেনার তল্লাশি অভিযান। ফাইল চিত্র।

জম্মু-কাশ্মীরে সেনার তল্লাশি অভিযান। ফাইল চিত্র।

পহেলগাঁও কাণ্ডের পর থেকেই জম্মু-কাশ্মীর জুড়ে জঙ্গিদমন অভিযানে নেমেছে পুলিশ এবং সেনা। রাস্তাগুলিতে জায়গায় জায়গায় চলছে পুলিশ এবং সেনার নাকাতল্লাশি। মঙ্গলবার সেই অভিযান চালানোর সময় বদগাঁওয়ে সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি স্বয়ংক্রিয় অস্ত্র, পিস্তল, ১৫ রাউন্ড কার্তুজ এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। ওই অস্ত্র এবং বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, নাশকতার কোনও ছক ছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের পরিচয় সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। পহেলগাঁও কাণ্ডের সঙ্গে ধৃতদের কোনও যোগসূত্র ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ভারত এবং পাকিস্তানের মধ্যে টানাপড়েন চলছে। সেই হামলায় জড়িত জঙ্গিদের এখনও নাগাল না পেলেও, তাদের সহযোগিতা করেছিলেন এমন সন্দেহে স্থানীয়দের বেশ কয়েক জনকে গ্রেফতার করে জেরা চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এবং জম্মু-কাশ্মীর পুলিশ। সূত্রের খবর, ধৃতেরা মূলত ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’ হিসাবে জঙ্গিদের হয়ে কাজ করত। আর কারা এই ধরনের কাজ করছে, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ এবং সেনা।

Advertisement
আরও পড়ুন