Gutkha and Pan Masala Ban

গুটখা, পানমশলা নিষিদ্ধ ঝাড়খণ্ডে! তৈরি, বিক্রি, মজুত-ও বন্ধ, নির্দেশ হেমন্ত সরকারের

মঙ্গলবার ঝাড়খণ্ড সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, অন্তত আগামী এক বছরের জন্য রাজ্যে তামাকজাত পানমশলা, গুটখা তৈরি, মজুত, বিক্রি এবং সরবারহ বন্ধ থাকবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১০
Gutka

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার গুটখা, পানমশলা নিষিদ্ধ হল ঝাড়খণ্ডে। মঙ্গলবার সে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর নির্দেশিকা দিয়ে এই ঘোষণা করেছে। এর আগেও ঝাড়খণ্ড সরকার গুটখা, পানমশলা বিক্রি বন্ধ করেছিল রাজ্যে। পরে তা প্রত্যাহার করা হয়। আবার এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

Advertisement

মঙ্গলবার ঝাড়খণ্ড সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, অন্তত আগামী এক বছরের জন্য রাজ্যে তামাকজাত পানমশলা, গুটখা তৈরি, মজুত, বিক্রি এবং সরবরাহ বন্ধ থাকবে। ২০০৬ সালের খাদ্য সুরক্ষা এবং মানোন্নয়ন আইনের ৩০ (২) (এ) ধারায় এই নির্দেশিকা কার্যকর করা হচ্ছে।

নোটিসে বলা হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিয়ে গুটখা, পানমশলা কেনাবেচা এবং সরবরাহের উপর নিষেধাজ্ঞা আনা হল। উল্লেখ্য, ভারতের বেশ কয়েকটি রাজ্যে গুটখা নিষিদ্ধ। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিহারে গুটখা বিক্রিতে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। ২০১২ সালের মে মাস থেকে কেরলে গুটখা বিক্রি বন্ধ। ২০১২ সালের এপ্রিলে মধ্যপ্রদেশ সরকার গুটখা বিক্রি এবং সরবরাহে ‘না’ করে দিয়েছে। মহারাষ্ট্রেও বন্ধ পানমশলা এবং গুটখা বিক্রি।

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার আগামী এক বছরের জন্য বাংলায় গুটখা ও তামাকজাত পানমশলা বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য দফতরের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বাস্থ্যের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে জানানো হয়েছে, ২০১১ সালের ‘খাদ্য সুরক্ষা ও গুণমান বিধি’র ‘বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা’-র বিভিন্ন ধারা মেনেই এই পদক্ষেপ। আগামী ৭ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

Advertisement
আরও পড়ুন