Brother Rapes Minor Sister

নাবালিকা বোনের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক! কর্নাটকে সন্তানের জন্ম দিল কিশোরী, ধৃত দাদা

ঘটনাটি ঘটেছে কর্নাটকের কোপ্পালে। অভিযোগ, নিজেরই নাবালিকা বোনকে একাধিক বার ধর্ষণ করেছেন ২১ বছর বয়সি এক তরুণ। এর জেরে গর্ভবতীও হয়ে পড়ে ওই নাবালিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৭:৫৭
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

দাদার বিরুদ্ধে নাবালিকা বোনকে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠল কর্নাটকে। সম্প্রতি নির্যাতিতা ওই কিশোরী একটি সন্তানের জন্ম দেওয়ার পরেই জানাজানি হয়েছে বিষয়টি। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই তরুণকে গ্রেফতারও করেছে পুলিশ।

Advertisement

সংবাদমাধ্যম এনডিটিভি-র একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কর্নাটকের কোপ্পালে। অভিযোগ, নিজেরই নাবালিকা বোনকে একাধিক বার ধর্ষণ করেছেন ২১ বছর বয়সি এক তরুণ। এর জেরে গর্ভবতীও হয়ে পড়ে ওই নাবালিকা। গত ৩০ অক্টোবর জেলা সরকারি হাসপাতালে একটি সন্তানের জন্ম দেয় নির্যাতিতা ওই কিশোরী। এর পরেই জানাজানি হয় বিষয়টি।

হাসপাতাল সূত্রে খবর, সম্প্রতি পেটে ও পিঠে অসহ্য ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ওই কিশোরী। সে যে অন্তঃসত্ত্বা, সে বা তার পরিবারের কেউই সে কথা জানত না। ওই রাতেই একটি সন্তানের জন্ম দেয় ওই নাবালিকা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দেওয়া জবানবন্দিতে কিশোরী জানায়, গত ফেব্রুয়ারি মাসে তাকে একাধিক বার ধর্ষণ করেছিলেন তারই দাদা। এমনকি, সামাজিক রীতিনীতির বেড়া ডিঙিয়ে বোনকে বিয়ে করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন ওই তরুণ।

নাবালিকার অভিযোগ, পরিবারকে এ কথা জানানোর কথা বললেই দাদা তাকে আত্মহত্যা করার হুমকি দিতেন। নির্যাতিতা কিশোরীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬৪(২) এবং যৌন অপরাধ থেকে শিশু সুরক্ষা আইন (পকসো)-এর প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন