Jyoti Malhotra

জ্যোতিকে বেছে নেওয়ার ক্ষেত্রে আমাদের কোনও ভূমিকাই ছিল না! পাক চর যোগে ধৃতকে নিয়ে কী ব্যাখ্যা দিল কেরল সরকার

কেরলের পর্যটনের প্রচারের জন্য জ্যোতি মলহোত্রার সঙ্গে চুক্তি করেছিল কেরল সরকার। এই তথ্য প্রকাশ্যে আসার পরেই বিতর্কের মুখে পড়ছে সে রাজ্যের বাম নেতৃত্বাধীন জোট সরকার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১৬:২৪
পাক গুপ্তচর যোগের অভিযোগে ধৃত সমাজমাধ্যম প্রভাবী জ্যোতি মলহোত্রা।

পাক গুপ্তচর যোগের অভিযোগে ধৃত সমাজমাধ্যম প্রভাবী জ্যোতি মলহোত্রা। —ফাইল চিত্র।

পাক গুপ্তচর যোগে ধৃত জ্যোতি মলহোত্রাকে দিয়ে পর্যটনের প্রচার করানোয় বিতর্কে জড়িয়েছে কেরল সরকার। এ বার ওই ঘটনায় নিজেদের অবস্থান জানাল কেরলের পিনরাই বিজয়নের সরকার। কেরল সরকারের দাবি, পর্যটনের প্রচারে জ্যোতিকে বাছাই করার সময় সরকারের কোনও ভূমিকা ছিল না।

Advertisement

‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সময়ে হরিয়ানার সমাজমাধ্যম প্রভাবী জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে অভিযোগ। সেই জ্যোতিকেই অতীতে পর্যটনের প্রচারের দায়িত্ব দিয়েছিল কেরল সরকার। চুক্তিও করেছিল তাঁর সঙ্গে। তথ্যের অধিকার আইন (আরটিআই) মারফত এ বিষয়টি প্রকাশ্যে আসতেই অস্বস্তি বৃদ্ধি পেয়েছে কেরল সরকারের।

ওই বিতর্ক নিয়ে এ বার সরকারের অবস্থান ব্যাখ্যা করলেন কেরলের পর্যটনমন্ত্রী মহম্মদ রিয়াজ়। মঙ্গলবার তিনি জানান, প্রচারের জন্য কোন সমাজমাধ্যম প্রভাবীকে নেওয়া হবে, তা বাছাইয়ে সরকারের কোনও ভূমিকা ছিল না। মন্ত্রীর বক্তব্য, মনোনীত একটি সংস্থাকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া ছিল। কোন সমাজমাধ্যম প্রভাবীদের আমন্ত্রণ জানানো হবে, তা ওই সংস্থাই স্থির করতে বোঝাতে চান তিনি। রিয়াজ় বলেন, “জ্যোতি মলহোত্রার বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠার অনেক আগেই ওই মনোনীত সংস্থা তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল। সমাজমাধ্যম প্রভাবীদের বাছাইয়ের ক্ষেত্রে কেরল সরকারের কোনও ভূমিকা ছিল না।”

আরটিআই অনুসারে, কেরলের পর্যটন নিয়ে প্রচারমূলক কর্মসূচির জন্য জ্যোতি-সহ সাত জন সমাজমাধ্যম প্রভাবীর সঙ্গে চুক্তি করেছিল সে রাজ্যের সরকার। গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ওই দায়িত্বে ছিলেন তাঁরা। বস্তুত, এই তথ্য প্রকাশ্যে আসার পরেই কংগ্রেস এবং বিজেপি উভয়েই আক্রমণ শানাতে শুরু করেছে কেরলের বামেদের জোট সরকারকে। এ অবস্থায় কেরলের পর্যটনমন্ত্রীর বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Advertisement
আরও পড়ুন