Kerala Local Body Poll 2025

তারুরের তিরুঅনন্তপুরমে বিজেপি এগিয়ে! কেরলে পুর ও পঞ্চায়েত ভোটে অন্যত্র কংগ্রেস জোটের অগ্রগতি

কেরলে এ বার দু’দফায় মোট ১১৯৯টি পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েতে ভোট হয়েছে। এর মধ্যে ৬টি নগরনিগম (কর্পোরেশন), ৮৬টি পুরসভা, ১৪টি জেলা পরিষদ, ১৫২টি ব্লক পঞ্চায়েত এবং ৯৪১টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১১:১৯
শশী তারুর।

শশী তারুর। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

স্থানীয় কংগ্রেস সাংসদ শশী তারুরের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের সখ্য নিয়ে গত এক বছর ধরেই জল্পনা চলছে। এ বার তারুরের কেন্দ্র, কেরলের রাজধানী তিরুঅন্তপুরমের পুরসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এবং সিপিএম নিয়ন্ত্রিত এলডিএফ জোটকে পিছনে ফেলে এগিয়ে গেল বিজেপি। গত ৯ এবং ১১ ডিসেম্বর দু’দফায় কেরলের পঞ্চায়েত ও পুরভোট হয়েছিল। শনিবার সকাল থেকে শুরু হয়েছে গণনা।

Advertisement

কেরলে এ বার দু’দফায় মোট ১১৯৯টি পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েতে ভোট হয়েছে। এর মধ্যে ৬টি নগরনিগম (কর্পোরেশন), ৮৬টি পুরসভা, ১৪টি জেলা পরিষদ, ১৫২টি ব্লক পঞ্চায়েত এবং ৯৪১টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মোট আসনের সংখ্যা ২৫ হাজার। গণনার প্রাথমিক প্রবণতা বলছে, বামেদের কিছুটা পিছনে ফেলে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ।

কংগ্রেস নেতৃত্বাধীন জোট ছ’টি পুরনিগম, ৪৫টি পুরসভায় এগিয়ে রয়েছে। বামেরা ৩০টি পুরসভায়। বিজেপি এগিয়ে রাজধানী তিরুঅন্তপুরমে। সেখানকার ১০৫টি আসনের মধ্যে এখনও পর্যন্ত বিজেপি ২২, বামজোট ১৬ এবং কংগ্রেস জোট ১১টিতে জিতেছে। এর্নাকুলম, কোচি, ত্রিশূর, কোট্টয়মের মতো পুরনিগমগুলিতে এগিয়ে রয়েছে কংগ্রেস জোট। আগামী বছর পশ্চিমবঙ্গের সঙ্গেই কেরলে বিধানসভা ভোট হওয়ার কথা। ২০২১ সালে দক্ষিণ ভারতের ওই রাজ্যে দীর্ঘদিনের পরিবর্তনের ধারা বদলে গিয়ে ক্ষমতায় প্রত্যাবর্তন করেছিলেন সিপিএমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Advertisement
আরও পড়ুন