Rape in Train

মুম্বইয়ে ফাঁকা ট্রেনে ‘ধর্ষণ’ মহিলাকে! সিসি ক্যামেরার ফুটেজই অভিযুক্ত কুলিকে ধরিয়ে দিল পুলিশের হাতে

মুম্বইয়ের বান্দ্রায় একটি ফাঁকা ট্রেনের কামরায় এক মাঝবয়সি মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল কুলির বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৪
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

ট্রেনের মধ্যে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে। মাঝবয়সি ওই মহিলা একটি দূরপাল্লার ট্রেনে চেপে বান্দ্রায় পৌঁছন। স্টেশনে নামার পর তিনি অন্য একটি ট্রেনে ওঠেন। দ্বিতীয় ট্রেনের কামরাটি সেই সময় ফাঁকাই ছিল। অভিযোগ, ট্রেনের ওই ফাঁকা কামরাতেই তাঁকে ধর্ষণ করা হয়। ঘটনায় ইতিমধ্যে এক কুলিকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মাঝবয়সি ওই মহিলা এবং তাঁর সন্তান শনিবার রাতের একটি ট্রেনে বান্দ্রা স্টেশনে পৌঁছন। প্ল্যাটফর্মের অন্য দিকে আরও একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। সেটিতে তখন কোনও যাত্রী ছিলেন না। মহিলা ওই ফাঁকা ট্রেনটিতে ওঠেন। বান্দ্রা স্টেশনের রেল পুলিশের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ওই সময়ে কেবল অভিযুক্ত কুলিই কামরায় উপস্থিত ছিলেন। মহিলাকে একা পেয়ে তাঁকে ধর্ষণ করে ওই কুলি সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ।

পরে মহিলা বান্দ্রা জিআরপি থানায় অভিযোগ জানান। এফআইআর রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। মহিলার অভিযোগের ভিত্তিতে ওই প্ল্যাটফর্ম এবং বাকি স্টেশনচত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশকর্মীরা। তাতে ওই অভিযুক্ত কুলিকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।

তবে মহিলার সন্তান সে সময়ে কোথায় ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। কেনই বা মহিলা ওই ফাঁকা ট্রেনে উঠেছিলেন, তা-ও জানা যায়নি। পিটিআইকে পুলিশ জানিয়েছে, মহিলা কী কারণে ওই ফাঁকা ট্রেনে উঠেছিলেন, তা জানার চেষ্টা চলছে। যদিও এ বিষয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ।

Advertisement
আরও পড়ুন