Bihar Assembly Election 2025

ভোটের আগে মদের ফোয়ারা! বিহারে ১৪ দিনে বাজেয়াপ্ত ২৪ কোটি টাকার মদ, এ পর্যন্ত গ্রেফতার ৭৫৩ জন

বিহারে মদ নিষিদ্ধ। ২০১৬ সালের এপ্রিল মাস থেকে রাজ্যে মদ বিক্রি, কেনা এবং পান করার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে নীতীশ কুমারের সরকার। কিন্তু তাতে মদ্যপানে রাশ টানা যায়নি। তার মধ্যে আগামী ৬ নভেম্বর বিহারে প্রথম পর্যায়ের ভোট রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৫:৪৫
গত ১৪ দিনে বিহারে প্রায় ২৪ কোটি টাকার মদ উদ্ধার করা হয়েছে।

গত ১৪ দিনে বিহারে প্রায় ২৪ কোটি টাকার মদ উদ্ধার করা হয়েছে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিহারে বিধানসভা ভোটের আর মাত্র ১৫ দিন বাকি। তার আগেই রাজ্য জুড়ে অভিযান চালিয়ে ৬৪ কোটি ১৩ লক্ষ টাকার মদ, মাদক এবং বেআইনি জিনিসপত্র বাজেয়াপ্ত করল পুলিশ। এর মধ্যে শুধু মদই উদ্ধার হয়েছে ২৩ কোটি ৪১ লক্ষ টাকার! গ্রেফতার হয়েছেন অন্তত ৭৫৩ জন।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত ৬ অক্টোবর বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়েছে। তার পর থেকে গত ১৪ দিনে বিহার জুড়ে মোট ৬৪.১৩ কোটি টাকার মদ, নগদ টাকা এবং মাদক উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, ৬ অক্টোবর থেকে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৭৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া, ১৩,৫৮৭ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

মুখ্য নির্বাচনী কর্তার (সিইও) দফতরও এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে। জানানো হয়েছে, বাজেয়াপ্ত হওয়া জিনিসপত্রের মধ্যে ২৩.৪১ কোটি টাকার মদ, ১৪ কোটি টাকার বেআইনি জিনিসপত্র, ১৬.৮৮ কোটি টাকার মাদকদ্রব্য এবং নগদ ৪.১৯ কোটি টাকা রয়েছে।

বিহারে মদ নিষিদ্ধ। ২০১৬ সালের এপ্রিল মাস থেকে রাজ্যে মদ বিক্রি, কেনা এবং পান করার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে নীতীশ কুমারের সরকার। কিন্তু তাতে মদ্যপানে রাশ টানা যায়নি। তার মধ্যে আগামী ৬ নভেম্বর বিহারে প্রথম পর্যায়ের ভোট রয়েছে। ২৪৩টি আসনের প্রথম ১২১টিতে ভোট হবে ওই দিন। দ্বিতীয় দফায় ১২২টি আসনে ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। ১৪ নভেম্বর ভোট গণনা এবং ফলঘোষণা হবে। ভোটপূর্ব বিহারে ইতিমধ্যেই নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)। রাজ্য পুলিশের পাশাপাশি আবগারি ও আয়কর বিভাগ, শুল্ক, রাজস্ব এবং গোয়েন্দা বিভাগকেও নির্দেশিকা পাঠানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন