Indore Car Accident

ইনদওরে দুর্ঘটনায় মৃত্যু মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যার, প্রদেশ কংগ্রেস মুখপাত্রের পুত্র-সহ মৃত আরও দুই

পুলিশ সূত্রে খবর, গাড়িতে করে প্রেরণারা চার বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিলেন। শুক্রবার ভোর ৫টার সময় রালামণ্ডল বাইপাসের কাছে প্রেরণাদের গাড়ি রাস্তার পাশে দাঁড়ানো ট্রাকের পিছনে ধাক্কা মারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১২:৪১
দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি। ছবি: সংগৃহীত।

দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি। ছবি: সংগৃহীত।

বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের কন্যা প্রেরণা, প্রদেশ কংগ্রেস সভাপতি আনন্দ কাসলীওয়ালের পুত্র প্রখর এবং মনসিন্ধু নামে আরও এক যুবকের। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি অনুষ্কা নামে এক তরুণী।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গাড়িতে করে প্রেরণারা চার বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিলেন। শুক্রবার ভোর ৫টার সময় রালামণ্ডল বাইপাসের কাছে প্রেরণাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো ট্রাকের পিছনে ধাক্কা মেরে তালগোল পাকিয়ে যায়। গাড়ির সামনের অংশ ট্রাকের নীচে ঢুকে যায়। ঘটনাস্থলেই প্রেরণা বচ্চন, প্রখর কাসলীওয়াল এবং মনসিন্ধুর মৃত্যু হয়। অনুষ্কা নামে এক তরুণীকে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রেরণা বচ্চন এবং প্রখর কাসলীওয়াল। ছবি: সংগৃহীত।

প্রেরণা বচ্চন এবং প্রখর কাসলীওয়াল। ছবি: সংগৃহীত।

স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু ধাক্কা মারার পর গাড়ির পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, ভিতরে আটকে থাকা চার সওয়ারিকে বার করতে সমস্যা হয় তাঁদের। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে আসে। দীর্ঘ ক্ষণের চেষ্টায় গাড়ির একটা দিকের অংশ কেটে চার জনকে উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা। তা ছাড়া দুর্ঘটনাগ্রস্ত গাড়ির অবস্থা দেখে তদন্তকারীদের ধারণা, সেটি যথেষ্ট গতিতেই ছুটছিল।

প্রসঙ্গত, বালা বচ্চন কমলনাথ সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। শুধু তা-ই নয়, বর্তমানে তিনি রাজপুরের কংগ্রেস বিধায়ক।

Advertisement
আরও পড়ুন