Madras High Court on Live-in Relationship

লিভ-ইন সঙ্গীদের স্ত্রীর সমান আইনি সুরক্ষা পাওয়া উচিত! একত্রবাসকে গান্ধর্ব বিবাহ বলল মাদ্রাজ হাই কোর্ট

তামিলনাড়ুর তিরুচিরাপল্লির এক যুবক লিভ-ইন সঙ্গীর অভিযোগের প্রেক্ষিতে আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মাদ্রাজ হাই কোর্টের মাদুরাই বেঞ্চ তাঁর আর্জি খারিজ করে দিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৫:২১
লিভ-ইন সঙ্গীকে আইনি সুরক্ষা দেওয়ার কথা বলেছে মাদ্রাজ হাই কোর্ট

লিভ-ইন সঙ্গীকে আইনি সুরক্ষা দেওয়ার কথা বলেছে মাদ্রাজ হাই কোর্ট গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

লিভ-ইন সম্পর্ক বা একত্রবাসে থাকা মহিলাদেরও কিছু আইনি সুরক্ষা পাওয়া উচিত, জানাল মাদ্রাজ হাই কোর্ট। কোনও কোনও ক্ষেত্রে এই ধরনের একত্রবাস সঙ্গীকে স্ত্রীর সমান আইনি মর্যাদাও দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি। আদালত এই সম্পর্ককে গান্ধর্ব মতে বিবাহের সঙ্গে তুলনা করেছে। ভারতের প্রাচীন বিবাহের ঐতিহ্যেও এর উল্লেখ রয়েছে।

Advertisement

তামিলনাড়ুর তিরুচিরাপল্লির এক যুবক লিভ-ইন সঙ্গীর অভিযোগের প্রেক্ষিতে আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মাদ্রাজ হাই কোর্টের মাদুরাই বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। অভিযোগ, লিভ-ইন সম্পর্কে থাকাকালীন একাধিক বার মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন মামলাকারী যুবক। বিবাহের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু পরে সম্পর্ক ভেঙে দেন। বিচারপতি এস শ্রীমতীর পর্যবেক্ষণ, লিভ-ইন সম্পর্ক ভারতীয় সমাজে একটি ‘সাংস্কৃতিক ধাক্কা’। তবে এটা ব্যাপক ভাবে প্রচলিত। মহিলারা এখন নিজেদের আধুনিক মনে করে লিভ-ইন সম্পর্কে যান। কিন্তু পরে বুঝতে পারেন, এতে বিয়ের মতো আইনি সুরক্ষা নেই।

প্রাচীন ভারতের ঐতিহ্যের কথা উল্লেখ করে আদালত জানিয়েছে, হিন্দুশাস্ত্র মতে আটটি বিবাহের স্বীকৃতি রয়েছে। গান্ধর্ব বিবাহও তার মধ্যে অন্যতম। শুধু নারী-পুরুষের সম্মতির ভিত্তিতে কোনও নিয়মকানুন না-মেনেই সেই বিবাহ হত। এখনকার একত্রবাসকে সে ভাবেই দেখা যেতে পারে। মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব আদালতের। বিচারপতির মতে, লিভ-ইন সম্পর্কের কোনও আইনি বাধ্যবাধকতা থাকে না বলে অনেক পুরুষ এর সুযোগ নেন। প্রথমে আধুনিকতার কথা বলেন কিন্তু সম্পর্কে তিক্ততা বাড়লে মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারার উল্লেখ করে বিচারপতি জানিয়েছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস অপরাধ। কোনও পুরুষ এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে পরে পিছিয়ে আসতে চাইলে তিনি পার পেয়ে যেতে পারেন না। সেই কারণেই লিভ-ইন সম্পর্কে মহিলাকে আইনি সুরক্ষা দেওয়ার প্রয়োজন বলে মনে করেন তিনি। মামলাকারীর আগাম জামিনের আর্জিও তিনি খারিজ করে দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন