Maharashtra Miniter Buys Tesla Car

প্রথম ভারতীয় হিসাবে টেসলার গাড়ি কিনলেন মহারাষ্ট্রের মন্ত্রী, ৬২ লক্ষের যানে যাতায়াত করবে প্রতাপের স্কুলপড়ুয়া নাতি

মুম্বইয়ের বিকেসিতে টেসলার প্রথম শোরুম খোলার সময়েই মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী জানিয়েছিলেন, গাড়ি বিক্রি শুরু হলে তিনিই হবেন ভারতের প্রথম টেসলার গাড়ির ক্রেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৩
Maharashtra Miniter Buys Tesla Car

টেসলার গাড়ি কিনে ছবি তুললেন মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী প্রতাপ সারনাইক (ডান দিকে)। ছবি: এক্স (সাবেক টুইটার) থেকে।

প্রথম ভারতীয় হিসাবে টেসলার মডেল ওয়াই গাড়ি কিনলেন মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী তথা শিবসেনা নেতা প্রতাপ সারনাইক। তবে নিজের জন্য নয়, গাড়িটি তিনি কিনেছেন স্কুলপড়ুয়া নাতির জন্য।

Advertisement

ইলনের টেসলা আনুষ্ঠানিক ভাবে ভারতে তাদের বৈদ্যুতিক (ইভি) গাড়ির বিক্রি শুরু করেছে গত ৫ সেপ্টেম্বর, শুক্রবার থেকে। প্রথম দিনেই মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী প্রতাপ হাজির হয়েছিলেন মুম্বইয়ের বান্দ্রার কুরলা কমপ্লেক্সের মেকার ম্যাক্সিটিতে। প্রায় ৩,০০০ বর্গফুট জুড়ে সেই শোরুম ঘুরে দেখার পরে টেসলা মডেল ওয়াই (এসইউভি) কেনেন তিনি। বস্তুত, মুম্বইয়ের বিকেসিতে টেসলার প্রথম শোরুম খোলার সময়েই মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী জানিয়েছিলেন, গাড়ি বিক্রি শুরু হলে তিনিই হবেন ভারতের প্রথম টেসলা গাড়ির ক্রেতা। শুক্রবার কথা মতো হাজির হয়েছিলেন টেসলার শোরুমে। যে গাড়িটি মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী কিনেছেন, তা দাম ৬২ লক্ষ টাকা।

টেসলার গাড়ি কিনে মহারাষ্ট্রের ওই মন্ত্রী বলেন, ‘‘এই ক্রয় আমার ব্যক্তিগত সিদ্ধান্তের চেয়ে অনেক বেশি কিছু। আমি নিজে বৈদ্যুতিক গাড়ি সম্পর্কে সচেতন। সকলকে বৈদ্যুতিন গাড়ি ব্যবহার সম্পর্কে সচেতন করতে চাই। আমি বিশ্বাস করি, বৈদ্যুতিক যানবাহন এখন জীবনের একটি অংশ হওয়া উচিত।’’ গাড়ি কেনার পর বিল দেখিয়ে প্রতাপ জানিয়েছেন, কোনও ছাড় ছাড়াই ওয়াই মডেল কিনেছেন এবং একবারে পুরো দামই মিটিয়ে দিয়েছেন। আর গাড়িটি উপহার দেবেন তাঁর স্কুলপড়ুয়া নাতিকে। তিনি বলেন, ‘‘গাড়িটি কিনলাম নাতির জন্য। ও স্কুলে যাতায়াতের সময় ব্যবহার করবে। পরিবেশবান্ধব পরিবহণের বার্তা তো ছোটরাই দেবে।’’

টেসলার বৈদ্যুতিন গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলার পর মহারাষ্ট্রের ওই মন্ত্রী বলেছেন, তিনি গর্বিত এবং সৌভাগ্যবান। তাঁর কথায়, ‘‘মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী হিসাবে গর্ব অনুভব করছি। একই সঙ্গে আমি প্রচণ্ড খুশি যে, ভারতে টেসলার ওয়াই মডেলের প্রথম ক্রেতা আমি।’’ এর পর পরিবেশ দূষণ রুখতে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের প্রয়োজনীয়তার কথা শুনিয়েছেন মন্ত্রী। জানান, মহারাষ্ট্র সরকারের প্রতিনিধি হিসাবে তাঁর নজর, কত বেশি পরিবেশবান্ধব গাড়ি নামানো যায় রাস্তায়। প্রতাপের কথায়, ‘‘মহারাষ্ট্রের রাস্তায় বিপ্লব এনে দেবে এমন (টেসলা) গাড়ি।’’

Advertisement
আরও পড়ুন