Maharashtra Student Death

১০০ বার ওঠবসের শাস্তি দিয়েছিলেন! মহারাষ্ট্রে কিশোরী ছাত্রীর মৃত্যুর পর সেই শিক্ষিকাকে গ্রেফতার করল পুলিশ

ঘটনার সূত্রপাত গত ৮ নভেম্বর। ওই দিন ১০ মিনিট দেরি করে স্কুলে পৌঁছেছিল ষষ্ঠ শ্রেণির পড়ুয়া আংশিকা। শাস্তি হিসাবে তাকে পিঠে ভারী ব্যাগ নিয়েই ১০০ বার ওঠবস করিয়েছিলেন শিক্ষিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৭:৫১

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দেরি করে আসার শাস্তি হিসাবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ১০০ বার ওঠবসের শাস্তি দিয়েছিলেন শিক্ষিকা। অসুস্থ হয়ে কয়েক দিনের মাথায় মৃত্যু হয়েছিল ওই কিশোরীর। ওই ঘটনার ছ’দিনের মাথায় এ বার অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করল পুলিশ। মহারাষ্ট্রের পালঘরে ঘটনাটি ঘটেছে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে ওই শিক্ষিকাকে। ঘটনার পর থেকে পালঘরের ভাসাইয়ের ওই স্কুলটি থেকেও তাঁকে বরখাস্ত করা হয়েছিল। ওয়ালিভ থানার এক কর্তা জানিয়েছেন, অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে অনিচ্ছাকৃত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ৮ নভেম্বর। ওই দিন ১০ মিনিট দেরি করে স্কুলে পৌঁছেছিল ষষ্ঠ শ্রেণির পড়ুয়া আংশিকা। শাস্তি হিসাবে তাকে পিঠে ভারী ব্যাগ নিয়েই ১০০ বার ওঠবস করিয়েছিলেন শিক্ষিকা। তার পর থেকেই ১২ বছরের অংশিকার পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হয়। এক পর্যায়ে হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। সেখানে প্রায় এক সপ্তাহ ভর্তি থাকার পর শিশু দিবসের দিন তার মৃত্যু হয়। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। পরিবারের দাবি, ওই ছাত্রী আগে থেকেই অসুস্থ ছিল। তা জানা সত্ত্বেও তাকে শাস্তি দেন শিক্ষিকা। অভিযোগ পেয়ে শিক্ষিকাকে বরখাস্ত করেন স্কুল কর্তৃপক্ষও।

Advertisement
আরও পড়ুন