Man bit Friend's Ear

পার্টি করার সময় বচসা, বন্ধুর কান কামড়ে ছিঁড়ে খেয়ে নিলেন আর এক বন্ধু! রক্তারক্তি কাণ্ড

বিকাশের এই কাণ্ড দেখে বাকি বন্ধুরা ভয় পেয়ে যান। তাঁরা আহত শ্রবণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বিকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শ্রবণ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৪
ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত।

ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত।

বন্ধুদের পার্টি চলছিল। সেই পার্টিতেই এক বন্ধুর কান কামড়ে ছিঁড়ে খেয়ে নিলেন আর এক বন্ধু। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ঠাণেতে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে পাটলিপাড়া এলাকার একটি অভিজাত আবাসনে কয়েক জন বন্ধু মিলে পার্টি করছিলেন। সেই সময় একটি বিষয় নিয়ে শ্রবণ লেখা এবং বিকাশ মেনন নামে দুই বন্ধুর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। বাকি বন্ধুরা সেই গন্ডগোল থামানোর চেষ্টা করেন বলে দাবি। কিন্তু অভিযোগ, আচমকাই শ্রবণের কান কামড়ে ধরেন বিকাশ। তার পর এক টানে কানের কিছু অংশ কামড়ে ছিঁড়ে ফেলে গিলে নেন।

বিকাশের এই কাণ্ড দেখে বাকি বন্ধুরা ভয় পেয়ে যান। তাঁরা আহত শ্রবণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বিকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শ্রবণ। সেই অভিযোগের ভিত্তিতে বিকাশকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, কী নিয়ে বচসা শুরু হয়, কেনই বা শ্রবণের উপর হামলা চালালেন বিকাশ তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন