Man fell Into Sea

বন্ধুর সঙ্গে ছবি তুলতে গিয়ে জেটি থেকে সমুদ্রে পড়ল যুবক! দ্রুত উদ্ধার করেও হল না শেষরক্ষা

শনিবার সন্ধ্যায় বন্ধুর সঙ্গে মুম্বইয়ের জুহুর জেটিতে গিয়েছিলেন তিনি। সেখানে ছবি তোলার সময়ে পড়ে যান সমুদ্রে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৬:৪৬

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বন্ধুর সঙ্গে সন্ধ্যায় সমুদ্রের পারে বেড়াতে গিয়েছিলেন ২০ বছরের যুবক। জেটির উপর দাঁড়িয়ে ছবি তোলার সময়ে বিপত্তি। আচমকাই পড়ে যান সমুদ্রে। সঙ্গে সঙ্গে রক্ষীরা সমুদ্রে ঝাঁপ দিয়ে তাঁকে তুলে আনলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অনিল অর্জুন রাজপুত। শনিবার সন্ধ্যায় বন্ধুর সঙ্গে মুম্বইয়ের জুহুর জেটিতে গিয়েছিলেন তিনি। সেখানে ছবি তোলার সময়ে পড়ে যান সমুদ্রে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মুম্বইয়ের দমকলবাহিনীকে। রক্ষীরা জলে নেমে খোঁজ শুরু করেন। অনিলকে জল থেকে তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কী ভাবে যুবক জেটি থেকে সমুদ্রে পড়লেন, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন