Accident

স্কুটারে চেপে কন্যাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন বাবা, পথে বিএমডব্লিউয়ের ধাক্কায় প্রাণ গেল শিশুর

স্কুটারে সওয়ার দু’জন আহত হয়েছেন। বিএমডব্লিউয়ের চালক এবং তাঁর সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১১:৫৮
দুর্ঘটনায় ধৃত দু’জন। (ইনসেটে) সেই ঘাতক গাড়ি।

দুর্ঘটনায় ধৃত দু’জন। (ইনসেটে) সেই ঘাতক গাড়ি। ছবি: সংগৃহীত।

স্কুটারে চাপিয়ে পাঁচ বছরের অসুস্থ কন্যাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন বাবা এবং এক আত্মীয়। হাসপাতালে যাওয়ার পথে নয়ডার সেক্টর-২০-তে সেই স্কুটারে ধাক্কা দেয় একটি বিএমডব্লিউ গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শিশুটির। স্কুটারে সওয়ার দু’জন আহত হয়েছেন। বিএমডব্লিউয়ের চালক এবং তাঁর সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম গুল মহম্মদ এবং রাজা। তাঁরা নয়ডার সেক্টর-৪৫-এর বাসিন্দা। গুলের পাঁচ বছরের কন্যা শনিবার রাতে অসুস্থ হয়ে পড়ে। তাঁরা তাকে সেক্টর-৩০-এর একটি শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই হাসপাতালে যাওয়ার পথেই স্কুটারে ধাক্কা দেয় একটি বিএমডব্লিউ। পথেই মৃত্যু হয় পাঁচ বছরের শিশুটির। গুল এবং রাজা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। চালক এবং তাঁর সঙ্গীকে হেফাজতে নিয়েছে। অভিযুক্ত চালকের নাম যশ শর্মা। তিনি নয়ডার সেক্টর-৩৭-এর বাসিন্দা। গাড়ির আরোহীর নাম অভিষেক রাওয়াত। তিনি নয়ডার সেক্টর-৭০-এর বাসিন্দা। সেক্টর-২০ থানার সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার দৃশ্য। তাতে দেখা গিয়েছে সংঘাতের পরে ওই গাড়ি এবং স্কুটার, দু’টিই ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement
আরও পড়ুন