UP Triple Murder

মা, বাবা, বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন উত্তরপ্রদেশে! ফেরার যুবকের খোঁজে তল্লাশি পুলিশের

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে ওই পরিবারে জমিজমা সংক্রান্ত নানা ঝামেলা লেগেই ছিল। সম্ভবত তার জেরেই এই ঘটনা ঘটিয়েছেন ওই যুবক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৮:৫০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

জমি কে পাবেন, তা নিয়ে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলছিল পরিবারে। সেই বিবাদের সূত্র ধরেই শেষমেশ মা, বাবা, বোনকে কুপিয়ে খুন করলেন যুবক। রবিবার উত্তরপ্রদেশের গাজ়িপুর জেলায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

সংবাদমাধ্যম এনডিটিভি-এর একটি প্রতিবেদন সূত্রে খবর, রবিবার সকালে গাজ়িপুরের দিলিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ‌নিজেরই বাবা, মা এবং বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেন যুবক। ঘটনাস্থলে মৃত্যু হয় তিন জনের। খুনের পর এলাকা ছেড়ে চম্পট দেন যুবক। এর পর গ্রামবাসীরাই পুলিশে খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে ওই পরিবারে জমিজমা সংক্রান্ত নানা ঝামেলা লেগেই ছিল। সম্ভবত তার জেরেই এই ঘটনা ঘটিয়েছেন ওই যুবক। মৃতদের দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্য দিকে, খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। পরিস্থিতি সামাল দিতে গ্রামে বিশাল পুলিশবাহিনীও মোতায়েন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তের খোঁজ মেলেনি। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন