Maoist Leader Arrested

যোগীর রাজ্যে পুলিশের জালে মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য! মোদীর কেন্দ্রে রেল স্টেশন থেকে গ্রেফতার করা হল

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা বারাণসীর কাশী রেল স্টেশন থেকে গ্রেফতার করেছে সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য সীতারাম ওরফে বিনয় জিকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৩
Maoist central committee member Sitaram alias Vinay Ji caught in Varanasi railway station

—প্রতীকী চিত্র।

বারাণসীর কাশী রেল স্টেশন থেকে মঙ্গলবার গ্রেফতার করা হয় নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য সীতারাম ওরফে বিনয় জিকে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা তাঁকে গ্রেফতার করেছে বলে জানানো হয়েছে।

Advertisement

আদতে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সীতারাম ১৯৮৬ সালে বাড়ি ছেড়ে সশস্ত্র নকশালপন্থী গোষ্ঠী জনযুদ্ধে (পিপল্‌স ওয়ার গ্রুপ বা পিডব্লিইজি) যোগ দিয়েছিলেন। নব্বইয়ের দশকে জ়োনাল সম্পাদক এবং পরবর্তী সময় কেন্দ্রীয় কমিটির সদস্য হন। ২০০৪ সালের সেপ্টেম্বরে জনযুদ্ধ এবং এমসিসি (মাওবাদী কমিউনিস্ট সেন্টার) মিশে গিয়ে নতুন সংগঠন সিপিআই (মাওবাদী) গঠিত হয়। সেই কর্মসূচিতেও সীতারাম হাজির ছিলেন বলে পুলিশের দাবি।

২০১২ সালে এক গ্রামপ্রধানকে হত্যার মামলা ছাড়া সীতারামের বিরুদ্ধে গুরুতর কোনও ফৌজদারি অপরাধের মামলা নেই। সংগঠনের তাত্ত্বিক এবং শহর-কেন্দ্রিক বিষয়গুলি দেখভাল করতেন তিনি। গত ১৩ বছর ধরে পুলিশের নজরদারি এড়িয়ে ভারতের বিভিন্ন শহরে ঘুরে সীতারাম মাওবাদী আন্দোলনের প্রতি সহানুভূতিশীলদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং শহর-ভিত্তিক সংগঠনের কার্যকলাপ তত্ত্বাবধান করতেন বলে পুলিশের দাবি। এই কাজে তাঁর সহযোগী ছিলেন ওম প্রকাশ এবং ধনু নামে দুই মাওবাদী সদস্য। মাওবাদীদের প্রতি জনসমর্থন আদায়ের লক্ষ্যে কয়েকটি প্রকাশ্য সংগঠনের আড়ালেও কার্যকলাপ চালাতেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন