Maoists

‘পুলিশের চর’ তকমা দিয়ে আবার গ্রামবাসীকে খুন করল মাওবাদীরা, একই মাসে চতুর্থ হামলা বিজাপুরে

পুলিশ জানিয়েছে, রবিবার গভীর রাতে ছুতওয়াই এবং তারারেম গ্রামে হানা দেয় নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ -র দু’টি পৃথক দল। দুই গ্রামবাসীকে ‘পুলিশের চর’ ঘোষণা করে খুন করা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ২২:৪৫

—প্রতীকী চিত্র।

এক মাসের মধ্যে তৃতীয় বার মাওবাদী সন্ত্রাসের শিকার হল ছত্তীসগঢ়ের বিজাপুর। ‘পুলিশের চর’ তকমা দিয়ে আবার খুন করা হল গ্রামবাদীদের। এ বার মাওবাদী হামলার শিকার হলেন তারারেম থানা এলাকার দুই গ্রামবাসী।

Advertisement

পুলিশ জানিয়েছে, রবিবার গভীর রাতে ছুতওয়াই এবং তারারেম গ্রামে হানা দেয় নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র দু’টি পৃথক দল। কাওয়াসি জোগা এবং মঙ্গলু কুরসাম নামে দুই গ্রামবাসীকে বাড়ি থেকে টেনে বার করে ‘পুলিশের চর’ ঘোষণা করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়।

এর আগে গত ১৪ জুলাই গভীর রাতে ফরেসগড় থানা এলাকার পাশাপাশি দুই গ্রাম পিল্লুর ও টেকমটায় হানা দিয়ে মাওবাদী বাহিনী কুপিয়ে খুন করেছিল বিনোদ মাডে এবং সুরেশ মেট্টে নামে দুই গ্রামবাসীকে। তাঁরা দু’জনেই সরকারি স্কুলে অস্থায়ী পরিদর্শনকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রসঙ্গত, ১৭ জুন বিজাপুর জেলার নয়াপাড়া এলাকায় ১৩ বছরের এক কিশোর-সহ তিন গ্রামবাসীকে ফাঁসিতে লটকে খুন করেছিল। এর পরে গত ২ জুলাই ওই জেলারই উসুর থানা এলাকায় এক গ্রামবাসীকে ‘পুলিশের চর’ তকমা দিয়ে কুপিয়ে খুন করেছিল পিএলজিএ।

Advertisement
আরও পড়ুন