Gujarat Maritime Board Officer

স্ত্রীকে গুলি করে আত্মঘাতী গুজরাতের কংগ্রেস সাংসদের ভাগ্নে! দু’মাস আগেই বিয়ে হয়েছিল মেরিটাইম অফিসারের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তার পরে রাজেশ্বরীকে নিজের রিভলভার দিয়ে গুলি করেন যশরাজ। তার পরে তিনি নিজেই ১০৮-এ জরুরি পরিষেবায় ফোন করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ২০:১৪
যশরাজসিংহ গোহিল এবং রাজেশ্বরী গোহিল।

যশরাজসিংহ গোহিল এবং রাজেশ্বরী গোহিল। ছবি: সংগৃহীত।

ফ্ল্যাটের ভিতরে স্ত্রীকে গুলি করে খুনের পরে আত্মঘাতী হলেন এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যশরাজসিংহ গোহিল গুজরাত মেরিটাইম বোর্ডের অফিসার। মাত্র দু’মাস আগে রাজেশ্বরী গোহিল নামে ওই তরুণীর সঙ্গে বিয়ে হয় তাঁর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তার পরে রাজেশ্বরীকে নিজের রিভলভার দিয়ে গুলি করেন যশরাজ। তার পরে তিনি নিজেই জরুরি পরিষেবায় ফোন করেন। খবর পেয়ে চিকিৎসক তাঁর বাড়িতে যান। সেখানে রাজেশ্বরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলে যশরাজ পাশের ঘরে গিয়ে ওই একই বন্দুক দিয়ে নিজেকে গুলি করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গুজরাত কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শক্তিসিংহ গোহিলের ভাগ্নে হন যশরাজ। কংগ্রেসের মুখপাত্র মণীশ দোসী এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, শক্তিসিংহ-সহ গোটা পরিবার ভেঙে পড়েছেন। তিনি ব্যক্তিগত ভাবে যশরাজকে চিনতেন বলেও জানান। এ-ও জানান, সম্প্রতি গুজরাত মেরিটাইম বোর্ডের পরীক্ষা পাশ করে অফিসার হয়েছেন তিনি। ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছিলেন। কংগ্রেস মুখপাত্র জানিয়েছেন, যশরাজ এমনিতে খুব হাসিখুশি ছিলেন। স্বামী-স্ত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন