Fire in Navi Mumbai Building

দীপাবলির রাতে নভি মুম্বইয়ের বহুতলে আগুন! ঘুমন্ত অবস্থাতেই ঝলসে মৃত চার, জখম অন্তত ১০

সোমবার রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। মহারাষ্ট্রের নভি মুম্বই টাউনশিপের ভাসি এলাকায় অবস্থিত একটি বহুতল আবাসনে আচমকা আগুন লেগে যায়। সে সময় বেশির ভাগ বাসিন্দাই ঘুমিয়েছিলেন। ফলে আগুন লাগার বিষয়টি যখন চোখে পড়ে, তত ক্ষণে আগুন বেশ খানিকটা ছড়িয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৪:৫১
আগুন ধরে গেল নভি মুম্বইয়ের বহুতলে।

আগুন ধরে গেল নভি মুম্বইয়ের বহুতলে। ছবি: সংগৃহীত।

দীপাবলির রাতে দুর্ঘটনা নভি মুম্বইয়ে! গভীর রাতে দাউ দাউ করে জ্বলে উঠল বহুতল। ঘুমন্ত অবস্থাতেই ঝলসে মৃত্যু হল চার জনের। জখম হলেন আরও অনেকে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। মহারাষ্ট্রের নভি মুম্বই টাউনশিপের ভাসি এলাকায় অবস্থিত একটি বহুতল আবাসনে আচমকা আগুন লেগে যায়। সে সময় বেশির ভাগ বাসিন্দাই ঘুমিয়েছিলেন। ফলে আগুন লাগার বিষয়টি যখন চোখে পড়ে, তত ক্ষণে আগুন বেশ খানিকটা ছড়িয়ে গিয়েছে। খবর পেয়ে দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। ৪০ জন দমকলকর্মী ও পুলিশবাহিনী এলাকায় যায়। দীর্ঘ ক্ষণের চেষ্টায় ভোর ৪টে নাগাদ আগুন নেভানো সম্ভব হয়। দীপাবলির রাতের ওই ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

পুলিশের এক কর্তা জানিয়েছেন, ভাসি এলাকার সেক্টর ১৪-এ অবস্থিত এমজিএম কমপ্লেক্সের রাহেজা রেসিডেন্সিতে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রাত সাড়ে ১২টা নাগাদ ১০ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। আধ ঘণ্টার মধ্যে তা ১১ ও ১২ তলায় ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে দুই মহিলা, একজন পুরুষ এবং একটি ৬ বছরের শিশুকন্যা রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী ভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন