Bangladesh Situation

বাংলাদেশে আটকে ডাক্তারির পড়ুয়ারা! তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে আর্জি চিকিৎসক সংগঠনের

চিকিৎসক সংগঠনের তরফে প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, “বাংলাদেশে আটকে পড়া ভারতের ডাক্তারি পড়ুয়াদের সুরক্ষার প্রশ্নে আপনার দ্রুত এবং জরুরি হস্তক্ষেপ প্রার্থনা করছি।”

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১১:৫৮
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

বাংলাদেশে আটকে পড়া ভারতের ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্য চাইল চিকিৎসকদের একটি সংগঠন। চিকিৎসকদের ওই সংগঠন অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অর্গানাইজ়েশন বাংলাদেশে থাকা ভারতীয় পড়ুয়াদের দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে।

Advertisement

চিঠিতে চিকিৎসদের ওই সংগঠনটির তরফে বলা হয়েছে, তারা বাংলাদেশে থেকে ডাক্তারি পড়ুয়া এবং তাঁদের পরিবারের কাছ থেকে আশঙ্কাজনক নানা বার্তা পেয়েছে। তাই তারা মনে করছে, বাংলাদেশে থাকা ওই পড়ুয়ারা বর্তমান পরিস্থিতিতে নিরাপদে নেই। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করেছে সংগঠনটি।

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, “বাংলাদেশে আটকে পড়া ভারতের ডাক্তারি পড়ুয়াদের সুরক্ষার প্রশ্নে আপনার দ্রুত এবং জরুরি হস্তক্ষেপ প্রার্থনা করছি।” বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ওই পড়ুয়ারা আতঙ্কে রয়েছেন বলেও চিঠিতে জানানো হয়েছে।

চিঠিতে এ-ও উল্লেখ করা হয়েছে, বিদেশে থাকা ভারতের ডাক্তারি পড়ুয়ারা আশা করেন যে, কোনও সমস্যায় পড়লে সরকার তাঁদের পাশে থাকবে। সেই প্রত্যাশা পূরণে বাংলাদেশে আটকে পড়া পড়ুয়াদের সুরক্ষায় বিদেশমন্ত্রী এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে সমন্বয় রাখারও আর্জি জানিয়েছে চিকিৎসক সংগঠনটি।

Advertisement
আরও পড়ুন