India-Pakistan Tensions

ভারতের আঘাতে কী কী বড় ক্ষতি পাকিস্তানের, যুদ্ধবিরতি ঘোষণার পর হিসাব জানিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী

ভারতের আঘাতে কী কী বড় ক্ষতি পাকিস্তানের, যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর সাংবাদিক বৈঠক করে হিসাব জানিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৬:৫৬
(বাঁ দিক থেকে) ভারতীয় সেনার তিন আধিকারিক সোফিয়া কুরেশি, রঘু নায়ার এবং ব্যোমিকা সিংহ।

(বাঁ দিক থেকে) ভারতীয় সেনার তিন আধিকারিক সোফিয়া কুরেশি, রঘু নায়ার এবং ব্যোমিকা সিংহ। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৯:৫৬ key status

‘কাপুরুষোচিত আচরণ’ পাকিস্তানের

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে পাকিস্তান ভারতের স্বাস্থ্যকেন্দ্র, স্কুলেও হামলা চালিয়েছে। পাকিস্তানকে তোপ দেগে ভারতীয় সেনা বলেছে, পাকিস্তানের ‘কাপুরুষোচিত আচরণের’ জন্য কয়েক জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।  

timer শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৯:০১ key status

পাকিস্তানের ক্ষয়ক্ষতির হিসাব দিল সেনা

দুই দেশের সংঘাতে পাকিস্তানের বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাল সেনা। সেনার তরফে জানানো হয়, পাকিস্তানের একাধিক সামরিক কাঠামোর বিপুল ক্ষতি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পাক বিমানঘাঁটিগুলিও ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সেনা। ভারতের তরফে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণার পরেই সাংবাদিক বৈঠক করে সেনাবাহিনী। বৈঠকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ভারতীয় সেনার তিন আধিকারিক সোফিয়া কুরেশি, রঘু নায়ার এবং ব্যোমিকা সিংহ। ভারত জানায়, আগে থেকে নিশানা স্থির করে নির্দিষ্ট লক্ষ্যে হামলা করা হয়েছে। ভারত সর্বদা পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতিকে যৎসামান্য রাখার বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় সেনার তরফে বলা হয়, “পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা এবং রেডার ব্যবস্থাকে প্রতিহত করার পাশাপাশি সে দেশের আকাশসীমাকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের সামরিক নিয়ন্ত্রণ, পরিকাঠামো এতটাই নষ্ট হয়েছে যে, তাদের প্রতিরোধমূলক সক্ষমতা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে।”

Advertisement
timer শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৮:৫৩ key status

যুদ্ধবিরতি বহাল, কিন্তু প্রস্তুত ভারতও

ভারতীয় সেনার তরফে সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, যুদ্ধবিরতি বহাল থাকছে। তা সত্ত্বেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় পুরোপুরি প্রস্তুত থাকছে ভারতীয় সেনা।

timer শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৮:৩৭ key status

পাকিস্তানের মিথ্যা দাবি খণ্ডন ভারতের

ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস সংক্রান্ত পাকিস্তানের দাবি ভুয়ো বলে খারিজ করে দিল নয়াদিল্লি। সেনার তরফে জানানো হল, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০কে ধ্বংস করতে পারেনি পাক যুদ্ধবিমান জেএফ-১৭। এর পাশাপাশি সেনার তরফে জানানো হয়েছে, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাই পাকিস্তানের কোনও ধর্মীয় ইমারতে হামলা চালায়নি ভারতের বায়ুসেনা। ইসলামাবাদের এই সংক্রান্ত দাবিকে মিথ্যা বলে দাবি করেছে নয়াদিল্লি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন