প্রতিনিধিত্বমূলক ছবি।
পর পর দু’দিনে দু’টি মৃত্যু। বৃহস্পতিবার আরও একটি বাঘের দেহ উদ্ধার হল মধ্যপ্রদেশের বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে। এটি একটি পূর্ণবয়স্ক বাঘ। বৃহস্পতিবার সন্ধ্যায় ধামোখর রেঞ্জের রায়পুরের কুদরি তোলা গ্রামে একটি কুয়ো থেকে পূর্ণবয়স্ক বাঘটির দেহ উদ্ধার হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে সেটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান বন দফতরের আধিকারিকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রামের অদূরে একটি পরিত্যক্ত কুয়ো থেকে পচা গন্ধ বার হচ্ছিল। কুয়োটি গ্রাম থেকে দেড় কিলোমিটার দূরে। কিসের গন্ধ তা খতিয়ে দেখতে গিয়েই দেখা যায়, একটি পূর্ণবয়স্ক বাঘ মরে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরকে। তারা এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। বন দফতর সূত্রে খবর, বাঘের দেহ দেখে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে, সেটির মৃত্যু হয়েছে পাঁচ থেকে ছ’দিন আগে। বন দফতরের কর্তা অনুপম সহায় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শুক্রবার সকালে বাঘটির দেহ উদ্ধার করা হয়েছে।
বুধবারও একটি বাঘের দেহ উদ্ধার হয়েছিল। তবে সেটি বাঘশাবক ছিল। পূর্ণবয়স্ক নয়। কাঠলি বিট থেকে শাবকটির দেহ উদ্ধার হয়। কী ভাবে সেটির মৃত্যু হয়েছে, তা স্পষ্ট নয়। কিন্তু পর পর দু’দিন দু’টি বাঘের দেহ উদ্ধারে রহস্য বাড়ছে।