Vodafone-Idea

চলতি বছর থেকেই টাকা মেটাবে ভি, সংস্থা জানাল বকেয়া শোধের পরিকল্পনা

বেশ ক’বছর ধরেই আর্থিক ভাবে ধুঁকছে ভোডাফোন আইডিয়া। ক্রমশ পিছিয়ে পড়েছে রিলায়্যান্স জিয়ো এবং এয়ারটেলের সঙ্গে প্রতিযোগিতায়। গ্রাহক সংখ্যাও কমতে কমতে নেমেছে ২০ কোটির নীচে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ০৭:০৫

— প্রতীকী চিত্র।

গত সপ্তাহে ভোডাফোন আইডিয়ার (ভি) স্পেকট্রাম বাবদ বকেয়া পাঁচ বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে সরকারের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি বলে সে দিন দাবি করেছিল টেলিকম সংস্থাটি। তার প্রায় দিন দশেক দিন বাদে শুক্রবার স্টক এক্সচেঞ্জগুলিকে এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা জানাল ভি। সেখানে বকেয়া ফেরতের জন্য পরিকল্পনাও স্পষ্ট করেছে তারা। এ দিন ভি-র বিবৃতি অনুসারে, আগামী ছ’বছর ধরে প্রতি বছর তাদের বকেয়া শোধের অঙ্ক সর্বাধিক ১২৪ কোটি টাকায় বাঁধা হয়েছে। অর্থাৎ, ২০২৬-এর মার্চ থেকে ২০৩১-এর মার্চ পর্যন্ত এ বাবদ ১২৪ কোটি টাকা করে মোট ৭৪৪ কোটি কেন্দ্রকে দিতে হবে তাদের। তার পরের চার বছরে, (২০৩২-এর মার্চ থেকে ২০৩৫-এর মার্চ) পর্যন্ত বার্ষিক ১০০ কোটি টাকা করে দিতে হবে মোট ৪০০ কোটি। তার পরেও যে বকেয়া থাকবে, সেটা পরের ছ’বছর ধরে (২০৩৬-এর মার্চ থেকে ২০৪১-এর মার্চ) সমান কিস্তিতে মেটাতে হবে। শেষ ধাপে কিস্তির অঙ্ক ঠিক করবে টেলিকম দফতরের (ডট) বিশেষ কমিটি।

বেশ ক’বছর ধরেই আর্থিক ভাবে ধুঁকছে ভোডাফোন আইডিয়া। ক্রমশ পিছিয়ে পড়েছে রিলায়্যান্স জিয়ো এবং এয়ারটেলের সঙ্গে প্রতিযোগিতায়। গ্রাহক সংখ্যাও কমতে কমতে নেমেছে ২০ কোটির নীচে। এই অবস্থায় সংস্থার আর্থিক বোঝা কিছুটা কমাতে বকেয়ার একাংশ মকুব করে ৪৯% অংশীদারি হাতে নেয় কেন্দ্র। তবে পরিচালনার রাশ রয়েছে আদিত্য বিড়লা গোষ্ঠীর হাতে। তার পরেও স্পেকট্রাম বাবদ ভি-র থেকে প্রায় ৮৭,৭০০ কোটি টাকা পায় সরকার। সঙ্গে জরিমানা, সুদ, জরিমানার উপরে চাপা সুদ।

সংস্থার দাবি ছিল, বকেয়া টাকার যে হিসাব কষেছে ডট, তা ঠিক নয়। এই নিয়ে তারা দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের। তারা এটাও জানায়, সরকার বকেয়া মকুব করে পাশে না দাঁড়ালে তাদের ব্যবসা গুটিয়ে নিয়ে নিজেদের দেউলিয়া ঘোষণা করতে হবে। এই পরিস্থিতিতেই কেন্দ্রকে সমগ্র বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ দেয় শীর্ষ আদালত। পুরো বকেয়া মকুব করা যায় কি না, তা-ও খতিয়ে দেখতে বলে। তার পরেই ফের হিসাব কষতে ডটের বিশেষ কমিটি তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয়মন্ত্রিসভা। এ দিন ভি জানিয়েছে, ডটের ওই কমিটিই বকেয়া খতিয়ে দেখে শেষ ছ’বছরের কিস্তির অঙ্ক স্থির করবে। সেটাই চূড়ান্ত বলে ধরা হবে।

সংশ্লিষ্ট মহলের মতে, ভি-কে বাঁচাতে কেন্দ্র বকেয়া মকুব করবে বলে আশা করেছিল বাজার। তবে এখনও তেমন কোনও ইঙ্গিত নেই। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বহুবার দেশে দুইয়ের বেশি বেসরকারি টেলিকম সংস্থা থাকার পক্ষে সওয়াল করেছেন। কিন্তু সেই পথে এগোতে ভি-কে সাহায্য করার প্রসঙ্গ তোলেননি। তবে সরকারি সূত্রের খবর, সংস্থাকে সময় দিয়ে টাকা দেওয়ার পথ সহজ করা হচ্ছে। বকেয়া সম্পূর্ণ মকুবের উদ্দেশ্য নেই। বরং মোদী সরকার চায় বছর দশেকের মধ্যে ভি ঘুরে দাঁড়াক। যাতে সরকারও তার অংশীদারি বিক্রি করে দিতে পারে।

এ দিন ভি-এর বার্তার পরে তাদের শেয়ার দর এক সময়ে ৯% পর্যন্ত উঠেছিল। পরে অবশ্য তা পড়ে যায়। বিএসই-তে আগের দিনের থেকে ২% নেমে দর শেষ হয় ১১.২৭ টাকায়। এনএসই-তে ১১.২৬ টাকায়।

আরও পড়ুন