মৃত রেন্টু শেখ। নিজস্ব চিত্র।
মুম্বইতে কাজে গিয়ে খুন মর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক। মৃত রানিতলা থানার হাজিগঞ্জ এলাকার যুবক রেন্টু শেখ (৩১)। তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। মুম্বই পুলিশ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে।
সূত্রের খবর, অভাবের সংসারে রোজগার করার তাগিদে শ্রমিকের কাজ নিয়ে বাণিজ্যনগরী মুম্বইতে পাড়ি দিয়েছিলেন হাজিগঞ্জের ওই যুবক। শনিবার বাড়িতে ফোন করে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। মৃত্যুসংবাদ পেয়ে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী রুমি খাতুন এবং পরিবারের সদস্য-সহ গোটা গ্রাম।
পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে অভিযুক্ত দু’জন বিহারের বাসিন্দা তাঁর সঙ্গেই শ্রমিকের কাজ করতেন। তবে ঠিক কী কারণে এই হত্যা তা খতিয়ে দেখছেন পুলিশ।
ভিন্ রাজ্য কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে।