(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।
ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি ভেস্তে যাওয়ার ‘নেপথ্য কারণ’ প্রকাশ্যে আনলেন আমেরিকার বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক। তাঁর দাবি, দুই দেশের মধ্যে চুক্তি প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্পকে ফোন না-করার জন্যই বাণিজ্যচুক্তি ভেস্তে যায় বলে দাবি লুটনিকের।
একটি সাক্ষাৎকারে ট্রাম্প-ঘনিষ্ঠ শীর্ষস্তরের এই মার্কিন আধিকারিক বলেছেন, “গোটা চুক্তিটা প্রায় হয়েই গিয়েছিল। কিন্তু একটা বিষয় স্পষ্ট, এটা ওঁর (ট্রাম্প) ডিল (চুক্তি) ছিল। কেবল প্রেসিডেন্টকে একটা ফোন করতেন মোদী। কিন্তু উনি (মোদী) এটা করতে স্বচ্ছন্দ বোধ করেননি। মোদী ফোন করেননি।” লুটনিক এ-ও জানান যে, তাঁরা ভেবেছিলেন ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনামের আগেই ভারতের সঙ্গে চুক্তি সেরে ফেলা যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি।
ভবিষ্যতে ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি হতে পারে কি না, এই প্রশ্নের উত্তরে লুটনিক বলেন, “আমেরিকা আগে যে শর্তে চুক্তিতে রাজি হয়েছিল, সেখান থেকে পিছিয়ে এসেছে। এটা নিয়ে আমরা আর ভাবছি না।”
ট্রাম্প দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম যে দেশগুলি সে দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে আগ্রহ দেখিয়েছিল, ভারত তাদের মধ্যে অন্যতম। গত বছর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই বিষয়ে দফায় দফায় আলোচনা হলেও চুক্তি ফলপ্রসূ হয়নি। উল্টে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার জন্য ভারতের অধিকাংশ পণ্যের উপর ২৫ শতাংশ (মোট ৫০ শতাংশ) শুল্ক আরোপ করে রেখেছে আমেরিকা। চুক্তির অন্যতম শর্ত হিসাবে এই শুল্ক প্রত্যাহারের কথাও বলা হবে বলে জানিয়েছিল দিল্লি। তবে আমেরিকার বাণিজ্যসচিব জানিয়ে দিলেন, এই চুক্তি নিয়ে তাঁরা ভাবছেন না।