PM Narendra Modi’s Cyprus Visit

‘বন্ধুত্বের প্রতীক’! সাইপ্রাসের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়ে বললেন প্রধানমন্ত্রী মোদী

নরেন্দ্র মোদী আশাবাদী, ভবিষ্যতে ভারত এবং সাইপ্রাসের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছোবে। দুই দেশের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়েও হাত মিলিয়ে কাজ করার কথা জানান ভারতের প্রধানমন্ত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৫:০৪
Narendra Modi receives highest honour of Cyprus

সাইপ্রাসের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

সাইপ্রাসের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি জানান, ভারতের সঙ্গে সাইপ্রাসের বন্ধুত্বের প্রতীক হিসাবে এই সম্মানকে দেখছেন তিনি। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডিসের হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি‌।

Advertisement

সাইপ্রাসের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য মাকারিওস ৩’। সাইপ্রাসের প্রথম প্রেসিডেন্ট মাকারিওস ৩-এর নামে নামাঙ্কিত এই সম্মান। সেই সম্মান গ্রহণের পর মোদী বলেন, ‘‘এটা শুধু আমার নয়, ১৪০ কোটি ভারতীয় এই সম্মানের দাবিদার। ভারতীয়দের সক্ষমতা, ভারতের সংস্কৃতি, মূল্যবোধ এবং বসুধৈব কুটুম্বকম দর্শনের সম্মান।’’ তার পরেই ভারত এবং সাইপ্রাসের মধ্যে বন্ধুত্বের কথা বলেন মোদী। তিনি এই সম্মানকে দুই দেশের বন্ধুত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার উদ্দেশে উৎসর্গ করেন। তাঁর মতে, ‘‘এই সম্মান দুই দেশের শান্তি, নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জনগণের প্রতি প্রতিশ্রুতির প্রতীক।’’

মোদী আশাবাদী, ভবিষ্যতে ভারত এবং সাইপ্রাসের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছোবে। দুই দেশের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়েও হাত মিলিয়ে কাজ করার কথা জানান ভারতের প্রধানমন্ত্রী। দুই দেশের পর্যটন শিল্প বৃদ্ধির উপর জোর দেন মোদী। তাঁর কথায়, ‘‘সাইপ্রাস ভারতীয়দের কাছে অন্যতম পছন্দের পর্যটনের জায়গা।’’ সাইপ্রাসের প্রেসিডেন্টকে ভারতে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

রবিবারই ত্রিদেশীয় সফরের উদ্দেশে ভারত ছেড়েছেন মোদী। কানাডায় জি৭ বৈঠকে ভারতের প্রতিনিধি হিসাবে যোগ দেওয়ার কথা তাঁর। তবে তার আগে সাইপ্রাসে গেলেন ভারতের প্রধানমন্ত্রী। এ ছাড়া, ক্রোয়েশিয়াতেও যাওয়ার কথা তাঁর। রবিবারই সাইপ্রাসে পৌঁছোন মোদী। লারকানা বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সাইপ্রাসের প্রেসিডেন্ট ক্রিস্টোডুলিডিস। তার পরেই দুই দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠকে উপস্থিত ছিলেন ক্রিস্টোডুলিডিস এবং মোদী। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও উৎসাহী দুই রাষ্ট্রপ্রধান।

Advertisement
আরও পড়ুন