প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।
গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষার প্রশ্নে ভারত সর্বদা তৎপর রয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ থেকে দিল্লিতে শুরু হল ২৮তম বার্ষিক কমনওয়েলথ স্পিকার সম্মেলন (সিএসপিওসি)। সেখানেই মোদী বলেন, পিছিয়ে থাকা গ্লোবাল সাউথের উন্নয়ন ভারতের অন্যতম চাহিদা। তাই ভারত সব আন্তর্জাতিক মঞ্চেই এ নিয়ে সরব হয়ে থাকে। বৈঠকে বিরোধী নেতাদের মধ্যে তাৎপর্যপূর্ণ উপস্থিতি ছিল কংগ্রেস সাংসদ শশী তারুরের।
উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে গ্লোবাল সাউথ-এর উন্নয়নের প্রশ্নে ভারত যে আন্তরিক, সেই বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘এ দেশে যে কোনও উদ্ভাবনের লাভ যাতে গ্লোবাল সাউথ ও কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলি পায়, তার জন্য ভারত দায়বদ্ধ। ভারতে চালু হওয়া কোনও ব্যবস্থা যাতে ওপেন সোর্স প্রযুক্তির মাধ্যমে উন্নয়নশীল বা পিছিয়ে পড়া দেশগুলির কাছেও পৌঁছয়, সে দিকে নজর রেখে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে। ভারত মনে করে, যে উদ্ভাবন আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে তা যেন গ্লোবাল সাউথের দেশগুলিও কাজে লাগাতে পারে।’’
মোদীর মতে, ভারতের গণতন্ত্রের মূল কথা হল দেশের প্রান্তিক মানুষটি পর্যন্ত উন্নয়নের লাভ পৌঁছে দেওয়া। মোদীর বক্তব্য, ‘‘ভারতের বিবিধতার কারণে এ দেশে গণতন্ত্র ক’দিন টিকবে তা নিয়ে স্বাধীনতার সময়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু সেই বৈচিত্র্যকেই ভারত নিজের শক্তিতে পরিণত করে।’’
মোদী বলেন, ‘‘এ-ও বলা হয়েছিল, গণতন্ত্র যদি বা টিকে যায়, এ দেশের উন্নয়ন হওয়া মুশকিল। এ দেশ থমকে থাকবে। উন্নয়ন হবে না।’’ কিন্তু ভারত প্রমাণ করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে স্থিতিশীলতার পাশাপাশি দ্রুত গতিতে উন্নয়নশীল দেশও গড়ে তোলা যায়। উন্নয়নের পিছনে মহিলাদের এগিয়ে আসার বড় ভূমিকা রয়েছে বলে জানিয়ে নারীশক্তির একাধিক সাফল্যের কাহিনি তুলে ধরেন মোদী।