Iran Protest

ট্রাম্পের হুমকিতে ৮০০ জনের মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান, দাবি আমেরিকার, পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক রাষ্ট্রপুঞ্জের

আমেরিকার তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, তারা এখনও ইরানে সামরিক অভিযান চালানোর বিকল্পটি খোলা রেখেছে। প্রয়োজনে সেই ‘কঠোর পদক্ষেপ’-ও করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১১:৩৬
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ডোনাল্ড ট্রাম্পের হুমকির জেরে ইরানে ৮০০ জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে বলে দাবি করল আমেরিকা। একই সঙ্গে আমেরিকার তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, তারা এখনও ইরানে সামরিক অভিযান চালানোর বিকল্পটি খোলা রেখেছে। প্রয়োজনে সেই ‘কঠোর পদক্ষেপ’-ও করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। অন্য দিকে, ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসেছে রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ নীতিনির্ধারক গোষ্ঠী নিরাপত্তা পরিষদ।

Advertisement

বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, “প্রেসিডেন্ট (ট্রাম্প) জানতে পেরেছেন, ৮০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা পূর্বনির্ধারিতই ছিল। সম্ভবত গত কাল (বুধবার) এগুলি হওয়ার কথা ছিল। কিন্তু সেগুলি সব স্থগিত করা হয়েছে।” একই সঙ্গে ইরানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “প্রেসিডেন্টের সামনে সব ধরনের বিকল্পই খোলা রয়েছে।”

বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্যরাষ্ট্রের (৫ জন স্থায়ী, ১০ জন অস্থায়ী) প্রতিনিধিরা ইরানের প্রতিনিধির বক্তব্য শোনেন। রাষ্ট্রপুঞ্জে ইরানের সহকারী প্রতিনিধি গোলামহোসেন দর্জ়ি জানান, তেহরান সংঘাত চায় না। কিন্তু আমেরিকা আগ্রাসন দেখালে তাঁরা তার জবাব দেবেন বলে জানান তিনি। ইরানের প্রতিনিধি এ-ও অভিযোগ করেন যে, সে দেশের অশান্তিতে মদত দিচ্ছে আমেরিকা।

পাল্টা মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টজ় ইরানের বিরুদ্ধে বিক্ষোভকারীদের দমনপীড়ন করার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, ইরান প্রশাসন নিজেদের দেশের লোককেই ভরসা করতে পারছে না। তাই স্বাধীনতাকামী মানুষদের আন্দোলনকে তারা অন্য দেশের চক্রান্ত ভাবছে।

গত ২৮ ডিসেম্বর থেকে গণবিক্ষোভে উত্তপ্ত ইরান। মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের অভিমুখ এখন ঘুরে গিয়েছে সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ানের দিকে। বিক্ষোভ দমনে ইরান দমনপীড়নের রাস্তায় হাঁটলে তিনি পশ্চিম এশিয়ার এই দেশে সামরিক অভিযান চালানোর কথাও ভেবে রেখেছেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বুধবার অবশ্য ‘খুব গুরুত্বপূর্ণ’ সূত্র উদ্ধৃত করে ট্রাম্প দাবি করেছিলেন, বিক্ষোভকারীদের আর মৃত্যুদণ্ড দেবে না ইরান। তাঁদের গুলি করেও মারবে না। ঘটনাচক্রে, তার পরের দিনই ইরানে ৮০০ জনের মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে বলে দাবি করল হোয়াইট হাউস।

Advertisement
আরও পড়ুন