Ajit Doval-Khalilur Rahaman Meet

দিল্লিতে অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, কী নিয়ে আলোচনা?

দিল্লিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’ (সিএসসি)-এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলন। তার এক দিন আগেই দ্বিপাক্ষিক বৈঠক হল ভারত এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৯:৫১
National Security Advisor Ajit Doval meets Bangladesh counterpart Khalilur Rahaman in New Delhi

(বাঁদিকে) খলিলুর রহমান এবং অজিত ডোভাল (ডানদিকে)।

দিল্লি পৌঁছেছিলেন নির্ধারিত সফরসূচির এক দিন আগেই। মঙ্গলবার রাতে। বুধবার সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। দিল্লির হায়দরাবাদ হাউসে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’ (সিএসসি)-এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলন। তার এক দিন আগেই দ্বিপাক্ষিক বৈঠক হল ভারত এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার।

Advertisement

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অপরাধে সোমবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। ঘটনাচক্রে, আওয়ামী লীগ সভানেত্রী গত বছরের অগস্ট থেকে ভারতেই রয়েছেন। তাঁকে প্রত্যর্পণের জন্য ইতিমধ্যেই নয়াদিল্লিকে বার্তা দিয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। এই আবহে ডোভাল-খলিলুর দ্বিপাক্ষিক বৈঠক ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। বিদেশমন্ত্রকের বিবৃতিতে বৈঠকের কথা জানানো হলেও আলোচ্যসূচি সম্পর্কে আলোকপাত করা হয়নি।

নয়াদিল্লিতে ভারত মহাসাগরীয় এলাকার পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’-এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলনে যোগ দিতে অক্টোবরেই খলিলুরকে আমন্ত্রণ জানিয়েছিলেন ডোভাল। বস্তুত, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই এ বারের সম্মেলনে সভাপতিত্ব করবেন। অন্তর্বর্তী সরকারের তরফে প্রথমে জানানো হয়েছিল বুধবার দিল্লি পৌঁছবেন খলিলুর। কিন্তু সফরসূচি বদলে ফেলে মঙ্গলবার রাতেই দিল্লিতে পৌঁছে যান তিনি। বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, বুধবারের বৈঠকে গোয়েন্দা তথ্য বিনিময়, সীমান্ত সুরক্ষার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ অগস্ট গণবিক্ষোভের জেরে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরে এই প্রথম বার সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতে এলেন।

Advertisement
আরও পড়ুন