Meghalaya Honeymoon Murder

রাজের কপালে তিলক, মুখে স্মিত হাসি সোনমের! খুশি দেখাচ্ছে দু’জনকেই, রাজা হত্যাকাণ্ডের পর নতুন ছবি ঘিরে জোর চর্চা

রাজা হত্যাকাণ্ডের রহস্য এখনও পুরোপুরি উন্মোচন হয়নি। তার মধ্যেই সোনম এবং রাজের একটি ছবি প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৩:১২
(বাঁ দিকে) সোনম। (ডান দিকে) রাজ কুশওয়াহা, সোনমের প্রেমিক। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) সোনম। (ডান দিকে) রাজ কুশওয়াহা, সোনমের প্রেমিক। ছবি: সংগৃহীত।

মধ্যপ্রদেশের ইনদওরের যুবক রাজা রঘুবংশীকে মেঘালয়ে মধুচন্দ্রিমায় নিয়ে গিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন স্ত্রী সোনম এবং তাঁর প্রেমিক রাজ-সহ মোট পাঁচ জন। তাঁদের সকলকেই জেরা করছে পুলিশ। রাজা হত্যাকাণ্ডের রহস্য এখনও পুরোপুরি উন্মোচন হয়নি। তার মধ্যেই সোনম এবং রাজের একটি ছবি প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

Advertisement

প্রথম থেকেই মেঘালয় পুলিশ দাবি করে আসছে সোনমের প্রেমিক রাজা কুশওয়াহা। কিন্তু সোনমের পরিবারের দাবি, তাঁদের কন্যাকে রাজ ‘দিদি’ বলেই ডাকে। তাঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। তবে পুলিশ কিন্তু সেই দাবি খণ্ডন করেছে। পাশাপাশি এটাও জানিয়েছেন, রাজাকে খুনে সোনম এবং রাজ দু’জনেরই হাত রয়েছে। কিন্তু তার পরেও বেশ কয়েকটি প্রশ্ন ঘিরে রহস্য থেকেই গিয়েছে। সেই রহস্য উদ্ঘাটনে যখন পুলিশ মরিয়া চেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই রাজা এবং সোনমের একটি ছবি সমাজমাধ্যমে ভেসে উঠেছে। (যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ছবিতে রাজকে দেখা যাচ্ছে একটি মেরুন রঙের কুর্তা পরে রয়েছেন। কপালে লাল রঙের তিলক।

অন্য দিকে, রুপোলি রঙের শাড়ি পরে দেখা যাচ্ছে সোনমকে। রাজার ডান পাশে দাঁড়িয়ে। যথেষ্ট হাসিখুশি দেখাচ্ছে তাঁকে। রাজের কাঁধে আবার এক জন হাত দিয়ে রয়েছন। তবে সেই ব্যক্তি পরিচয় জানা যায়নি। এই ছবি প্রকাশ্যে আসার পর জল্পনা শুরু হয়ে গিয়েছে, রাজ-সোনম কি কোনও ধর্মীয়স্থলে গিয়েছিলেন? কোন জায়গায় গিয়েছিলেন, তা নিয়ে নানা কৌতূহল তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত ২ জুন রাজার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, গত ২৩ মে তাঁকে খুন করা হয়। খুনের অভিযোগ ওঠে সোমন এবং রাজের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না তদন্তকারীরা। সেই উত্তরের খোঁজে লাগাতার জেরা চলছে অভিযুক্তদের।

Advertisement
আরও পড়ুন