Iran Protest

২৪ ঘণ্টার মধ্যেই সুর নরমের ইঙ্গিত! মৃত্যুদণ্ডের হুমকির পরদিনই আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার আশ্বাস ইরানের

শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মোভাহেদি আজ়াদ বিক্ষোভকারীদের ‘আল্লার শত্রু’ বলে অভিহিত করেছিলেন। তাঁদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করারও হুঁশিয়ারি দিয়েছিলেন। রবিবার সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসার ইঙ্গিত দিল তেহরান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ২২:১৯
ইরানে চলছে বিক্ষোভ।

ইরানে চলছে বিক্ষোভ। ছবি: রয়টার্স।

প্রবল গণবিক্ষোভে উত্তাল ইরান। এই পরিস্থিতিতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সুর নরম করার ইঙ্গিত দিল সে দেশের সর্বোচ্চ প্রশাসন। শনিবার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের অ্যাটর্নি জেনারেল। রবিবার অবশ্য ১৮০ ডিগ্রি ঘুরে সে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিক্ষোভকারীদের সঙ্গে প্রশাসন আলোচনায় বসবে বলে জানালেন তিনি। অন্য দিকে, সংবাদসংস্থা এপি-র প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ইরানে ৫৩৮ জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। আটক ১০ হাজারের বেশি।

Advertisement

একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট সে দেশে হিংসার জন্য দুই ‘শত্রু দেশ’ আমেরিকা এবং ইজ়রায়েলকে দায়ী করেছেন। ওই দুই দেশকে ‘দাঙ্গাবাজ’ বলে অভিহিত করে তাঁর দাবি, ইরানের গোটা সমাজকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। পেজেশকিয়ানের কথায়, “আমেরিকা এবং ইজ়রায়েল দাঙ্গাবাজদের প্রশিক্ষণ দিচ্ছে।” তবে ইরানের মানুষ দাঙ্গাকারীদের চেষ্টা সফল হতে দেবে না বলে দাবি করেছেন তিনি।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই এবং তাঁর গোঁড়া ধর্মীয় শাসনতন্ত্রের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে আন্দোলন চলছে ইরানে। খামেনেই প্রশাসনের হুমকি-হুঁশিয়ারির পরেও আন্দোলন স্তিমিত হওয়া দূরে থাক, তা আরও জো়রদার হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়ে পেজেশকিয়ান বলেন, “আমরা ওঁদের (বিক্ষোভকারী) সঙ্গে বসব। এটা আমাদের কর্তব্য। আমরা ওঁদের সমস্যার সমাধান করব।”

শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মোভাহেদি আজ়াদ বিক্ষোভকারীদের ‘আল্লার শত্রু’ বলে অভিহিত করেছিলেন। পেজেশকিয়ানের মন্তব্য থেকেই স্পষ্ট বিক্ষোভকারীদের সঙ্গে সম্মুখসমরে যেতে চাইছে না ইরান। এর পিছনে আন্তর্জাতিক চাপ থাকতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি (প্রাক্তন শাসক শাহ রেজা পাহলভির পুত্র) সমাজমাধ্যমে একাধিক পোস্ট করে বিক্ষোভকারীদের রাস্তা না-ছাড়ার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান ‘স্বাধীনতার দিকে তাকিয়ে রয়েছে’। ট্রাম্প এ-ও জানান, আমেরিকা সাহায্য করতে প্রস্তুত! ট্রাম্পের এই বার্তার পরে অনেকেরই ধারণা, আমেরিকা ইরানে হামলার পরিকল্পনা করছে।

তা ছাড়া খামেনেই ইরান প্রশাসনে গোঁড়া ধর্মীয় শাসনতন্ত্রের প্রতীক হলেও পেজেশকিয়ান তুলনায় উদার, সংস্কারবাদী রাজনীতিক হিসাবেই পরিচিত। সেই কারণেই আলোচনার মাধ্যমে তিনি সমস্যা সমাধানের পথ খুঁজছেন বলে মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন