Pak Visas Cancelled

মহারাষ্ট্রে থাকেন পাঁচ হাজারেরও বেশি পাক নাগরিক! তিন দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশ দিলেন মন্ত্রী

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানিদের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আগামী ২৭ এপ্রিল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২২:১৫
বাতিল হচ্ছে পাক ভিসা।

বাতিল হচ্ছে পাক ভিসা। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

মহারাষ্ট্রে অন্তত ৫,০০০ পাকিস্তানি নাগরিকের বাস। যাঁদের মধ্যে প্রায় ১০০০ জন স্বল্পমেয়াদি ভিসায় এ দেশে থাকছেন। এ বার পহেলগাঁও কাণ্ডের আবহে তাঁদেরকেই অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিলেন সে রাজ্যের মন্ত্রী। শনিবার মহারাষ্ট্রের মন্ত্রী যোগেশ কদম জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আগামী তিন দিনের মধ্যে দেশ ছাড়তে হবে সকলকে।

Advertisement

শনিবার যোগেশ বলেন, ‘‘আমার অনুমান, এই পাঁচ হাজারের মধ্যে ৪,০০০ জনের দীর্ঘমেয়াদি ভিসা রয়েছে। তবে বাকিরা সার্ক ভিসাকারী, যাঁরা মূলত চলচ্চিত্রে কাজ করতে, সাংবাদিকতা, ব্যক্তিগত কাজে কিংবা চিকিৎসার জন্য এ রাজ্যে এসেছেন।’’ যোগেশ আরও জানিয়েছেন, এঁদের মধ্যে কেউ কেউ গত ৮-১০ বছর ধরে ভারতে বসবাস করছেন। কেউ বিবাহিত, কেউ কেউ আবার তাঁদের পাকিস্তানি পাসপোর্ট জমা দিয়ে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। এর পরেই যোগেশ জানিয়েছেন, স্বল্পমেয়াদি ভিসাধারীদের রবিবারের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। তাঁদের দেওয়া হয়েছে ২৪ ঘণ্টার সময়সীমা। তবে মেডিক্যাল ভিসাধারীদের চলে যাওয়ার জন্য আরও দুই দিন সময় দেওয়া হয়েছে।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানিদের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আগামী ২৭ এপ্রিল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। শুধু মাত্র যাঁরা ‘মেডিক্যাল ভিসা’য় ভারতে এসেছেন, তাঁদের ক্ষেত্রে ভিসা বাতিল হচ্ছে ২৯ এপ্রিল। ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে শুক্রবারও পঞ্জাবের অমৃতসরের অটারী-ওয়াঘা সীমান্ত হয়ে ১৯১ জন পাকিস্তানি ভারত ছেড়েছেন। তবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকে যেতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বেশ কয়েক জনকে।

Advertisement
আরও পড়ুন